BJ Sports – Cricket Prediction, Live Score

আগামী আসরে সরাসরি বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল

আগামী আসরে সরাসরি বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল

থাইল্যান্ডকে হারিয়ে এক সাথে দুই টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২৫ সেপ্টেম্বর বাছাই পর্বের ফাইনালের সঙ্গে আগামী বছরের টিটোয়েন্টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে বাঘিনীরা। 

তবে এর পর আর বাছাই নয়, বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। আগামী বিশ্বকাপের আসর নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত নিগার সুলতানা। তবে পরবর্তী বিশ্বকাপের আসরে এভাবে কোয়ালিফাই করে যেতে চান না বলেও জানিয়েছেন তিনি।

নিগার বলেন,” বিশ্বকাপে কোয়ালিফাই করতে পেরে আমরা আনন্দিত। আনন্দের চেয়ে বড় যে বিষয়টা, দলের এটা প্রাপ্য ছিল। কোচিং স্টাফরা সবাই দারুণ সাপোর্ট করেছেন। তবে আমি চাইব সামনে যেন এভাবে কোয়ালিফাই খেলে বিশ্বকাপে যেতে না হয়। দলের ক্রিকেটাররাও এই ভাবনায় একমত। বিশ্বকাপ খেলার সুযোগ আমাদের প্রাপ্য।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারায় নিগারসালমারা। ২৫ সেপ্টেম্বর বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্বের একবারের রানার্সআপ দুই বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

Exit mobile version