BJ Sports – Cricket Prediction, Live Score

আইসিসির ‘ প্লেয়ার অব দ্য মান্থ ‘ তালিকায় বাবর

আইসিসির ' প্লেয়ার অব দ্য মান্থ ' তালিকায় বাবর

দীর্ঘদিন ধরেই পাক অধিনায়ক বাবর আজমকে নিয়ে হচ্ছে সমালোচনা। এমনকি তার অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। তবে সদ্য সমাপ্ত ২০২২ সালের শেষ দিকে এসে দুর্দান্ত কাম ব্যাক করেন বাবর আজম। ঘরের মাঠে ইংলিশদের কাছে হেরে গেলেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। আর এ কারণেই আইসিসির প্লেয়ের অব দ্য মান্থ তালিকায় জায়গা পেয়ে গেলেন এই পাকিস্তান অধিনায়ক। 

সম্প্রতি ২০২২ সালের ডিসেম্বর মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। বাবর আজম ছাড়াও সেখানে নাম আছে আরও দুই ক্রিকেটারের। ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ট্রেভিস হেড। দল হিসেবে পাকিস্তানের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ  হলেও এবং  অধিনায়ক হিসেবে বাবরের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হলেও বাবরের মনোনয়ন পাওয়া অনেকটাই যেন চমক হয়ে এসেছে । তবে বাবরের হয়ে কথা বলেছে তার ব্যাট।

বাবর আজম : গত বছর শেষের দিকে পাকিস্তান সফরে আসে ইংল্যান্ড। স্বাগতিকদের হারিয়ে টেস্ট  সিরিজ জিতে নেয় ইংলিশরা। তবে বাবর আজমের ব্যক্তিগত ইনিংস ছিল দুর্দান্ত। ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টেই দুর্দান্ত খেলেছেন তিনি।  টেস্টে তিনি  একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন। এরপর করাচি টেস্টেও নিউজিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক থাকেন বাবর। প্রথম ইনিংসেই তার ব্যাট থেকে আসে ১৬১ রান। 

হ্যারি ব্রুক : তালিকায় বাবর আজমের পরই আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার হ্যারি ব্রুক। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে হ্যারির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। প্রথম বছরেই দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ক্রিকেটপ্রেমিদের। ইংল্যান্ডের হতে তিনটি ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে অসাধারণ সেঞ্চুরি। যার কারণে আইসিসির তালিকায়ও পেয়ে গেছেন স্থান।

ট্রেভিস হেড : আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ এর তিন নম্বরে আছেন ট্রেভিস হেড। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার গত ডিসেম্বরে ৯১ গড়ে ৪৫৫ রান করেছেন। প্লেয়ার অব দ্যা মান্থ তালিকায় স্থান পাওয়া এখন পর্যন্ত কেউ অবশ্য প্রতিক্রিয়া জানাননি।  দেখা যাক শেষ পর্যন্ত কার মাথায় ওঠে মুকুট।

Exit mobile version