BJ Sports – Cricket Prediction, Live Score

আইসিসির নতুন নিয়মে কি কি থাকছে? 

আইসিসির নতুন নিয়মে কি কি থাকছে? 

আর কয়েকদিন বাদেই শুরু হবে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বাইশ গজের ক্রিকেটে এসেছে নানান পরিবর্তন। এবার বলে লালা মাখানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রান, ক্যাচ এবং পিচ সহ মোট ৯টি নতুন নিয়ে এসেছে আইসিসি। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশে এই নতুন নিয়মিগুলো চালু হচ্ছে। 

প্রসঙ্গে সৌরভ গণমাধ্যমকে বলেনআইসিসি ক্রিকেট কমিটিতে এটা আমার প্রথম অংশগ্রহন ছিলো। আর প্রথম মিটিংয়েই একাধিক বদল আনতে পারলাম। সবাই মিলে সহমত পোষণ করায় ক্রিকেটের এই বিবর্তন ঘটল। 

দেখে নেয়া যাক কি কি থাকছে আইসিসির নতুন নিয়মেঃ 

. ক্যাচ আউটে নতুন ব্যাটসম্যান: এখন থেকে ক্যাচ আউটের পর স্ট্রাইকে থাকবেন নতুন ব্যাটসম্যান। ক্যাচ ধরার আগে দৌঁড়ে প্রান্ত বদল করলেও নতুন ব্যাটসম্যান থাকবেন স্ট্রাইকে। তবে ওভারের শেষ বলে ক্যাচ হলে নতুন ব্যাটসম্যান ননস্ট্রাইকে চলে যাবেন। এখন থেকে এই নিয়মই পাকাপাকি হিসেবে চালু হবে। 

. মানকাডিং আউট বৈধতা পেল : ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত আউট মানকাডিং আউট। তবে এখন থেকে ননস্ট্রাইকে দাঁড়ানো ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে তাকে আউট করা যাবে। ফলে এখন থেকে মানকাডিং নিয়ে থাকছে না কোনো আলোচনা সমালোচনার সুযোগ। অথচ এতদিন এই আউটকে অনৈতিক হিসেবে গন্য করা হত। 

. রান আউটের নতুন নিয়ম: স্ট্রাইকে থাকা ব্যাটার সামনে বেরিয়ে এলে এতদিন বোলার বল ছুড়ে রান আউট করতে পারতেন। এখন সেটা পারবেন না। তেমন কিছু হলে হবে ডেড বল। অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। 

. নতুন ব্যাটসম্যান নামার সময়: টেস্ট ওয়ানডেতে একজন ব্যাটসম্যান আউটের পর নতুন ব্যাটসম্যান মাঠে নামতে মিনিট সময় পাবেন, যা আগে ছিল মিনিট। এই সময়টি টিটোয়েন্টির ক্ষেত্রে মাত্র ৯০ সেকেন্ড।

. পিচের বাইরের বলে ডেড বল: একজন ব্যাটসম্যান যদি ব্যাটিং করার সময় পিচের বাইরে চলে যান, তাহলে সেটাকেডেড বলহিসেবে গণ্য করা হবে। তবে কোনো বল যদি ব্যাটসম্যানকে পিচের বাইরে যেতে বাধ্য করে, তাহলে সেটাকেনো বলধরা হবে।

. বল করার সময় নড়াচড়া: বোলিংয়ের সময় যদি কোনো ফিল্ডার জায়গা বদল করেন কিংবা ইচ্ছাকৃতভাবে নড়াচড়া করেন, তাহলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দলকে রান দেওয়া হবে। বলটিকেওডেড বলধরা হবে।

. ওভার রেটের হিসাব (ওয়ানডে): নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ৩০ গজের ভেতর একজন বাড়তি ফিল্ডার রাখার নিয়মটি এতদিন ছিল শুধু টিটোয়েন্টিতে। বিশ্বকাপ সুপার লিগ ২০২৩ এর পর থেকে ওয়ানডেতেও চালু হবে এই নিয়ম।

. বলে লালা লাগানো: করোনার মধ্যে বলে লালা লাগানো নিষিদ্ধ করেছিল আইসিসি। সেই নিয়ম এবার স্থায়ী করলো তারা। বোলাররা আর কোনদিন বল পালিস করতে লালা ব্যবহার করতে পারবেন না। 

. হাইব্রিড পিচ: এতদিন শুধু নারীদের টিটোয়েন্টি খেলা হতো হাইব্রিড পিচে। এখন থেকে ছেলেদের ক্রিকেটেও (শুধুমাত্র সাদা বলে) হাইব্রিড ওিচ ব্যবহারের অনুমতি দিল আইসিসি। প্রাকৃতিক ঘাস কৃতিম টার্ফের সমন্বয়ে তৈরি করা হয় এই হাইব্রিড পিচ।

অক্টোবর থেকে নিয়মগুলো কার্যকর হওয়ার কথা। এখন থেকে প্রত্যেকটি দলের খেলোয়াড়দের এই নিয়ম মেনে চলতে হবে। নিয়ম ভঙ্গ করলেই আইসিসির পক্ষ থেকে শাস্তি দেয়া হবে। সৌরভ গাঙ্গুলী প্রত্যাশা করছেন নতুন এই নিয়মের সাথে দ্রুত মানিয়ে নেবে ক্রিকেটাররা।

Exit mobile version