BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল দিয়েই মাঠে ফিরছেন বুমরাহ ?

আইপিএল দিয়েই মাঠে ফিরছেন বুমরাহ ?

#image_title

ভারতীয় ক্রিকেটের সময়ের সেরা পেসার জসপ্রিত বুমরাহ।তাকে ঘিরেই আবর্তিত হয় ভারতের পেস বোলিং আক্রমন।  কিন্তু গত মাস ছয়েক ধরে মাঠের বাইরে আছেন তিনি। মূলত পিঠের চোটের কারণে গত সেপ্টেম্বরের পর থেকে, আর মাঠে নামতে পারেননি তিনি। সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন? বুমরাহকে নিয়ে এই প্রশ্নটা অনেক দিনের। কিন্তু সঠিক কোনো উত্তর মিলছে না। তাকে নিয়ে যেন  ভীষণ সতর্ক  ভারত। এরপর থেকেই ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠেছে টিম ইন্ডিয়ার এই সেরা পেসারকে নিয়ে ভারতের আসলে পরিকল্পনা কি

ধারণা করা হচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে মাঠে ফিরতে পারেন বুমরাহ। কিন্তু তার আগে শতভাগ ফিট হয়ে উঠতে পারেন কি না, তাও দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত এই পেসারকে যদি আইপিএলে দেখা যায়, সেখানেও তার খেলার ধরণ ঠিক করে দেবে জাতীয় ক্রিকেট একাডেমী (এমসিএ) মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের হয়ে কয়টি ম্যাচ খেলবেন, কতটুকু পরিশ্রম করবেন তা দেখভাল করবে এনসিএ।

অবশ্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টিটোয়েন্টি লিগে, মুম্বাইয়ের স্বার্থের দিকেও লক্ষ্য রাখবে এনসিএ। সেক্ষেত্রে দলটি যেন সেরা বোলারের কাছ থেকে সঠিক সময়ে সার্ভিস পায়, সেই বিষয়টা বিবেচনায় রাখবে তারা। তবে সেটাও হবে খুবই সতর্কভাবে। গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে কোনো ধরণের ঝুঁকি নিয়ে, আইপিএলে সম্পূর্ণরূপে ছেড়ে দেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

অবশ্য এর আগে বেশ কয়েকবার ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে বুমরাহর। সাম্প্রতিক সময়ে তাকে আন্তর্জাতিক সিরিজের দলেও ডেকে নেয় ভারত। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামার অনুমতি দেয়নি এনসিএ। যাদের অধীনে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে, তাদের ছাড়পত্র ছাড়া মাঠে নামতে পারবেন না তিনি। যে কারণে, বুমরাহর মাঠের ফেরার অপেক্ষাটাও দিনের পর দিন বাড়ছে। 

বুমরাহকে নিয়ে ভারতের এমন সতর্ক অবস্থানে যাওয়ার যথেষ্ট কারণও আছে। এবছরের অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘদিন আইসিসি শিরোপার স্বাদ না পাওয়া দলটি, এবার নিজেদের মাঠে শিরোপা জিততে মরিয়া। এর আগে জুন মাসে আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। গুরুত্বপূর্ণ এসব খেলায়, বুমরাহকে নিয়ে মাঠে নামতে চায় ভারত। তাইত টিম ইন্ডিয়ার সেরা পেসারকে নিয়ে ভীষন সতর্ক ভারত।

Exit mobile version