BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলে ফিরছেন সৌরভ গাঙ্গুলী

আইপিএলে ফিরছেন সৌরভ গাঙ্গুলী

নতুন বছর মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল ) ১৬ তম আসর। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান সৌরভ গাঙ্গুলী। সংবাদ সূত্রে জানা যায়, ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দেখা যাবে তাকে।

বোর্ড প্রধানের দায়িত্ব ছেড়েছেন গত বছরের অক্টোবরে। সামনে আর কোনো বাঁধা নেই। এর আগেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ। ২০১৯ সালের এই দলের মেন্টর ছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে বোর্ড প্রধান হওয়ায় এই দায়িত্ব ছাড়তে হয় তাকে। তবে এবার আর সেই বাঁধা নেই মহারাজ খ্যাত এই প্রাক্তন ক্রিকেটারের। বোর্ডের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় এখন তিনি ফিরতে পারবেন আইপিএলে।

সৌরভের আইপিএলে ফেরা নিয়ে আইপিএলের এক কর্তা জানান সৌরভ যেহেতু আগেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন, আর দলের মালিকের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে, তাই আইপিএলে ফিরলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েই ফিরবেন। ওই কর্তা বলেন, এই বছরই সৌরভ ফিরছে দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গিয়েছে। আগেও এই ফ্র‍্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সেই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভাল সম্পর্ক। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।

গত বছর শোনা গিয়েছিল বিসিসিআইয়ের প্রধান পদে বহাল থাকতে পারেন সৌরভ। আর তা না হলে আইসিসির চেয়ারম্যান পদের জন্যও পাঠানো হতে পারে তাকে। তবে দুটির কিছুই হয়নি। সৌরভকে বাদ দিয়ে বর্তমান বোর্ড প্রধান করা হয় রজার বিনিকে। এরপর সিএবি তে মনোনয়ন জমা দেওয়ার কথা থাকলেও সেটাও দেননি তিনি। পরে জানা যায় নির্বাচনই হয়নি।  শেষ পর্যন্ত তাই আইপিএলে ভারতীয় ক্রিকেটের ‘ দাদা ‘ কে দেখা যেতে পারে ।

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের বর্তমান অধিনায়ক ঋষভ পন্থ। কোচ রিকি পন্টিং। আর এই দলে যুক্ত হতে যাচ্ছেন সৌরভ। এদিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পন্থ এখন হাসপাতালে। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা যায়, পন্থের সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। আর এমনটা হলে আইপিএলে খেলতে পারবেন না পন্থ। সেক্ষেত্রে দিল্লিতে দেখা যেতে পারে নতুন অধিনায়ক। দেখা যাক সৌরভের ছোয়ায় এবার সফলতা পায় কিনা দিল্লি।

Exit mobile version