BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই

BCCI released the complete schedule of IPL

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নতুন আসর কখন শুরু হবে, তার একটি সম্ভাব্য সময় আগেই জানা গিয়েছিল । কিন্তু পূর্ণাঙ্গ সূচির জন্য অপেক্ষা করতে হয়েছে এতদিন। এবার সেই অপেক্ষায় পালাটাও শেষ হলো। আসন্ন আইপিএলের জন্য সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  প্রকাশিত সেই সূচি অনুযায়ী, আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএলের দামামা।

আইপিএলের এবারের আসর থেকে আবারো যুক্ত হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু। করোনার কারণে, দীর্ঘদিন বন্ধ রাখা হয় এই পদ্ধতি। সর্বশেষ ২০১৯ সালে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যুর সুবিধা পেয়েছে দলগুলো। এরমধ্যে বিদেশের মাটিতেও অনুষ্ঠিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ২০২০ এবং ২০২১ সালে সেই সুবিধা রাখা হয়নি।

এবারের আইপিএলে অংশ নেবে মোট ১০টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্মৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়েলস। ‘বি’ গ্রুপে আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল পাবে সুপার ফোরে খেলার টিকিট।

এবারের আইপিএলে অনুষ্ঠিত হবে মোট ৭৪টি ম্যাচ। ভারতের বিভিন্ন শহরের মোট ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। উদ্বোধনী দিনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট। তাদের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। তবে টুর্নামেন্টের এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচের সময়সময়সূচি এখনো জানা যায়নি। লিগ পর্বের খেলা শেষে জানা যাবা পরবর্তী খেলার সূচি।

এদিকে দীর্ঘদিন পরে যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি ফিরছে, সেক্ষেত্রে গত কয়েক বছরের তুলনায় আইপিএলের আমেজটাও বেড়ে যেতে পারে। দলগুলো যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলবে, সেহেতু দর্শক সমর্থনও পাবে তুলনামূলক বেশি। আবার প্রতিপক্ষের ডেরায় গিয়ে, দর্শক চাপ সামলে জয় ছিনিয়ে আনার চ্যালেঞ্জও থাকছে। তবে আগেই থেকেই এই পদ্ধতিতে খেলতে অভ্যস্ত খেলোয়াড়রা। জমজমাট একটি আইপিএল আসরের জন্য অপেক্ষায় এখন ক্রিকেট সমর্থকরা।

Exit mobile version