BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলের চলমান আসরের পর আরসিবি-র অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ খেলে ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন বিরাট কোহলি। 

রোববার আইপিএল এর ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরুর দিন এক ভিডিওবার্তায় আগামী সিজন থেকে অধিনায়কত্ব না করার কথা জানিয়েছেন কোহলি। তবে যতদিন আইপিএলে খেলবেন, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়েই খেলার অঙ্গীকার করেছেন টুর্নামেন্টের ইতিহাসের এ সফলতম ব্যাটসম্যান। 

তিনি বলেন, অনেক বছর ধরেই তার ওপর বেশি চাপ পড়ছে। আর তা কমাতেই সম্প্রতি তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। আগামীতেও তিনি তার বাকি দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

তিনি আরও বলেন, আনন্দ বেদনা হতাশার ৯ বছরের এক অসাধারণ যাত্রা তিনি অতিক্রম করেছেন। তাঁকে নিঃশর্ত ও ধারাবাহিকভাবে সমর্থন দেওয়ার জন্য এবং তার ওপর আস্থা রাখার জন্য তিনি সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তবে এটা স্রেফ একটা বিরতি। এটা যাত্রার শেষ নয়, এই যাত্রা চলবে বলেও তিনি অভিহিত করেন।

অধিনায়ক হিসেবে শুধুমাত্র আইপিএলে শিরোপাটিই জিততে পারেননি কোহলি। এছাড়া ব্যাট হাতে অধিনায়কদের মধ্যে তিনিই সবার সেরা। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৩২ ম্যাচে অধিনায়কত্ব করে ৬২টি জিতেছেন কোহলি। ২০১৬ সালের আসরে ফাইনালে ওঠা সেরা সাফল্য ছিলো। ঐ সময় সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারে কোহলির ব্যাঙ্গালুরু। 

ব্যাট হাতে এখনও পর্যন্ত ৩৭.৯৭ গড় ও ১৩০.৪১ স্ট্রাইকরেটে ৬০৭৬ রান করেছেন তিনি। আর অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি ও ৩৩ হাফসেঞ্চুরিতে ৪৩.২৭ গড় ও ১৩৪.১১ স্ট্রাইকরেটে ৪৬৭৪ রান করেছেন কোহলি। যা আর কোনো ব্যাটসম্যান বা অধিনায়ক করে দেখাতে পারেননি।

আইপিএলের আরো নতুন আপডেটের জন্য, Baji –র সাথে থাকুন!

Exit mobile version