BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলের অভিজ্ঞতাকে কাজে লাগাবে অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স

Australia will use the experience of IPL: Pat Cummins

আইপিএলের অভিজ্ঞতাকে কাজে লাগাবে অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স

টিটোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতের মাটিতে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর এই সিরিজে ম্যাচ জেতার জন্য আইপিএলের অভিজ্ঞতাকে কাজে লাগবে অস্ট্রেলিয়া। এমনটাই আশা করছেন অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।

আইপিএলের বিভিন্ন ফ্র‍্যাঞ্চাইজির হয়ে খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আর তাই ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে তাদের। গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায়।

ভারতের মাটিতে পা রেখে কামিন্স বলেন, ” ভারতের কন্ডিশনে খেলা সবসময়ই কঠিন। তাছাড়া দল হিসেবেও নিজেদের কন্ডিশনে আরও বেশি শক্তিশালী টিম ইন্ডিয়া। তবে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা আমাদেরও আছে। আইপিএলে প্রচুর ম্যাচ খেলেছি আমরা। ম্যাচ খেলার এই অভিজ্ঞতা আমাদের দারুণ কাজে দিবে। আমরা আইপিএলের অভিজ্ঞতা নিয়েই পরিকল্পনা করছি, যাতে সিরিজ জয়ের লক্ষ্য পূরণ করতে পারি।

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দুই দলেই। এশিয়া কাপের ভরাডুবির পর এই সিরিজ দিয়েই আবার মাঠে নামবে কোহলিরা। ইতোমধ্যে চোট কাটিয়ে দলে ফিরেছেন বুমরাহ, হার্শেল প্যাটেলরা। 

তবে করোনার পর এই প্রথম ভারত সফরে এসে খেলার জন্য মুখিয়ে আছেন কামিন্সরা। 

তিনি বলেন, ” কোভিডের পর প্রথমবার ভারতে এলাম। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। ক্রিকেট নিয়ে মানুষ এখানে ভীষণ উত্তেজিত। আশা করবো মোহালিতে মাঠ ভর্তি থাকবে। মনে হয় যেন কোটি কোটি লোক খেলা দেখছে। মাঠে নামার অপেক্ষায় রয়েছি আমরা।

গত এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ফিরেছেন কোহলি। তাকে নিয়েও দুঃচিন্তা আছে অস্ট্রেলিয়ানদের। কোহলিকে নিয়ে কামিন্স বলেন,”কোহলিকে শতরান করতে দেখেছি। সে দুর্দান্ত এক ক্রিকেটার। এক সময় ঠিকই ছন্দ খুঁজে পেত বিরাট। এবার আমাদের বড় পরীক্ষার মুখে ফেলবে সে।

Exit mobile version