BJ Sports – Cricket Prediction, Live Score

অ্যান্ডারসনের কাছ থেকে শিখতে চান নাসিম

Nasim wants to learn from Anderson

পাকিস্তানের তরুণ পেস সেনসেশন নাসিম শাহ। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা করেছেন প্রতিশ্রুতিশীল তরুন ক্রিকেটার হিসেবে। ইতোমধ্যে দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলে ফেলেছেন তিনি। যেখানে নিজের সামর্থের জানান দিয়ে , বিশ্ব ক্রিকেটে বার্তা দিচ্ছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। ক্রিকেট ক্যারিয়ারে  আরো পরিপক্বতা আনতে, ইংলিশ পেস কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের কাছ থেকে শিখতে চান তরুন নাসিম।

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। বরাবরই সাদা পোশাকে ইংলিশ বোলিং লাইন-আপের প্রধান অস্ত্র অ্যান্ডারসন। বয়সটা চল্লিশের ঘর পেরিয়ে যাওয়ার পরেও টেস্টে রাজত্ব করে চলেছেন তিনি। এমন অভিজ্ঞতার ভান্ডার থেকে যেকোনো তরুণই  শিখতে চাইবেন। নাসিম আর ব্যতিক্রম হবেন কেন ?

তাই তো, মাঠের ২২ গজে   নাসিম আরো কিভাবে ভালো করতে পারেন সেটা শিখতে চান ইংলিশ পেসারের কাছ থেকে। নাসিম বলেন, ” অ্যান্ডারসন একজন কিংবদন্তি পেসার। তার কাছ থেকে আগেও শিখেছি, আগামীতেও শিখে যেতে চাই। তার ফিটনেসটাও দারুণ। এই বয়সেও ভালো খেলছেন। আমি মনে করি, এভাবে খেলতে পারাটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। “

নাসিমের কথার সঙ্গে অবশ্য বাস্তবার মিল পাক্কা। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের গোধূলীলগ্নেও অ্যান্ডারসন যেভাবে আলো বিলিয়ে যাচ্ছেন বাইশ গজে, তা অনুপ্রেরণা হতে পারে সবার জন্যই।  বয়সটাকে একটা সংখ্যা বানিয়ে খেলে যাচ্ছেন ইংলিশ পেসার। পরিশ্রমে সাফল্য মেলায়, বোলিংয়ে অ্যান্ডারসন বিশ্বসেরা হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তরুণ পাকিস্তানি পেসার।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটায় গুরুদায়িত্ব থাকছে নাসিমের কাঁধে। চোটের কারণে খেলতে পারছেন না শাহিন শাহ আফ্রিদি। ঘরের মাঠে সেই অভাবটা পুষিয়ে দেওয়ার কাজটি করতে হবে নাসিমকে। যেমনটি করেছেন কয়েকমাস আগে শ্রীলংকা সিরিজেও। নাসিম অবশ্য সেই দায়িত্ব নিয়ে সফল হতে বেশ আত্মবিশ্বাসী।

Exit mobile version