BJ Sports – Cricket Prediction, Live Score

অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায়, পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় আফগানিস্তান 

অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায়, পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় আফগানিস্তান 

তালেবান শাসন আমলে মেয়েদের ক্রিকেট নিষিদ্ধ  করেছে আফগানিস্তান সরকার। আর এর প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে  সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া আইসিসির নির্ধারিত এই একদিনের সিরিজ বাতিল হওয়ায় এই সময়ে পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজ খেলতে চাইছে আফগানিস্তান। ইতোমধ্যেই পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রস্তাবও দিয়েছে তারা। 

আফগানিস্তানে তালেবানরা শাসন শুরু করার পর বেশ কিছু নিয়মে পরিবর্তন এসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সেখানের নারীদের ওপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। তালেবান সরকার ক্ষমতায় আসার পর বাদ দিয়েছে নারীদের ক্রিকেট। মেয়েদের উচ্চশিক্ষা, চাকরি এসব কিছুর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করছে সরকার। আর এর প্রতিবাদস্বরূপ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। 

আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ খেলতে না পেরে পাকিস্তানের বিপক্ষে খেলার আগ্রহ দেখিয়েছে আফগানরা। আফগানিস্তানের গণমাধ্যমের  খবর অনুযায়ী  পাকিস্তানের কাছে তিনটি ওয়ানডে খেলার প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছেঅস্ট্রেলিয়া সিরিজ বাতিল করার পর এসিবি আমাদের কাছে তিনটি ওয়ানডে খেলার প্রস্তাব দিয়েছে। আমরা এখন পিএসএলের পর এক সপ্তাহের একটি উইন্ডো বের করার চেষ্টা করছি। আর সেটা হতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই। 

এদিকে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া সিরিজ বাদ দেওয়ায় অস্ট্রেলিয়ার বিগব্যাশ থেকে নাম সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন আফগান ক্রিকেট তারকারা। রশিদ খান, নবীন উল হকের মতো ক্রিকেটাররা বিগব্যাশে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৭ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে নাম লেখান রশিদ। তখন থেকে অস্ট্রেলিয়ার এই লীগের জনপ্রিয় মুখ তিনি। তবে সাম্প্রতিক অবস্থার কারণে সেখানে না খেলার সিদ্ধান্ত তার। 

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজটি হওয়ার কথা ছিল মার্চে। তবে সিরিজ না হলেও নির্ধারিত ৩০ পয়েন্ট নিয়ম অনুযায়ী পেয়ে যাবে আফগানিস্তান। কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে সিরিজ রশিদরা খেলবে সেটি হবে সুপার লিগের বাইরে। কারণ আগস্টে সুপার লিগের আওতায় আফগানিস্তানপাকিস্তান একটি সিরিজ খেলার কথা রয়েছে।

Exit mobile version