BJ Sports – Cricket Prediction, Live Score

অস্ট্রেলিয়া সিরিজের আগে চোটে পড়লেন আইয়ার

অস্ট্রেলিয়া সিরিজের আগে চোটে পড়লেন আইয়ার

গেল কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, খেলোয়াড়দের চোট। যেকোনো বড় আসর কিংবা গুরুত্বপূর্ণ সিরিজের আগে, খেলোয়াড়দের ছিটকে যাওয়াটা দলকে ভোগাচ্ছে বেশ। নতুন বছরেও সেই সমস্যা কাটেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই দুঃসংবাদ পেল দলটি। চোটের কারণে এই সিরিজের শুরুতে খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার।

লম্বা সময় ধরে পিঠের ব্যথায় ভুগছেন আইয়ার। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যান তারকা এই ব্যাটসম্যান। পরবর্তীতে তাকে পুনর্বাসনের জন্য পাঠানো হয়, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমীতে। সেখানে তাকে ইনজেকশনও দেওয়া হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। যে কারণে আরো দুই সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে আইয়ারকে।

এদিকে ফেব্রুয়ারি থেকে নাগপুরে অনুশীলন ক্যাম্প শুরু করেছে ভারতীয় দল। বোর্ডারগাভাস্কার ট্রফিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে, সেরা প্রস্তুতি নিতে ব্যস্ত রোহিত শর্মারা। যদিও এই ক্যাম্পে নেই আইয়ার। মূলত ফিট না থাকার কারণেই দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেননি তিনি। তার পরিবর্তে কাকে খেলানো হবে, বিষয়েও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

তবে আইয়ারের ছিটকে যাওয়ায়, কপাল খুলতে পারে সূর্যকুমার যাদবের। টিটোয়েন্টিতে নিজের আধিপত্য বিস্তার করে চলা এই ব্যাটসম্যান, এবার সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায়। সাম্প্রতিক সময়ে তাকে টেস্ট দলে নেওয়ার আলোচনাটাও জোরালো হয়েছে। সেক্ষেত্রে আইয়ার যেহেতু খেলতে পারবেন না, সেহেতু তার জায়গায় সূর্যকুমারের খেলার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি উঁকি দিচ্ছে।

অবশ্য দুঃসংবাদের মাঝে স্বস্তির খবরও আছে ভারতীয় ড্রেসিংরুমে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। ইতোমধ্যে টেস্ট দলের ক্যাম্পেও যোগদান করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। গত বছর এশিয়া কাপের সময় চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। এরপর মিস করেছেন গত টিটোয়েন্টি বিশ্বকাপও। এবার সেই চোট কাটিয়ে পুনরায় মাঠে নামতে যাচ্ছেন জাদেজা।

Exit mobile version