BJ Sports – Cricket Prediction, Live Score

অস্ট্রেলিয়া – ভারত সিরিজের শুরুতেও খেলবেন না বুমরাহ

অস্ট্রেলিয়া - ভারত সিরিজের শুরুতেও খেলবেন না বুমরাহ

লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন জসপ্রিত বুমরাহ। ভারতীয় পেসার খেলতে না পারার কারণ অবশ্য ফর্মহীনতা নয়। চোটের কারণেই ছিটকে যেতে হয়েছে তাকে। গেল বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চোট পাওয়ার পর, আর মাঠে নামা হয়নি তার। এরপর মিস করেছেন এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসর। ফেরার অপেক্ষাটা আরো বাড়ছে তার।

অবশ্য বেশকিছু দিন আগে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয় বুমরাহকে। কিন্তু শেষমুহুর্তে এসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়, পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে খেলতে পারবেন না বুমরাহ। সেই সিরিজে না পেলেও, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তারকা পেসারকে পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু সেটাও এখন যেন ভেস্তে যেতে বসেছে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে  সিরিজ চলাকালীন সময়েই রোহিত শর্মার মুখ থেকেই শোনা গেছে, প্রথম দুই টেস্টে বুমরাহকে পাওয়া যাবে না। এ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন, ” আমরা হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে বুমরাহকে পারবো না। সে কবে মাঠে ফিরতে পারবে, তাও নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আশা করছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টে তাকে দলে পাওয়া যাবে। আশা করি সে দলে ফিরলে পুরানো ছন্দ খুজে পাবে।”

এদিকে চোট সারিয়ে বুমরাহ এখন সুস্থ। তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে জাতীয় ক্রিকেট একাডেমীতে। তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসারকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। এ প্রসঙ্গে রোহিত বলেন, ” বুমরাহ এখন সুস্থ হয়ে উঠেছেন। তবে পুরোপুরি ফিট হওয়ার আগে মাঠে নামলে, ফের চোটে পড়ার ঝুঁকি থাকে। আমরা চাই, দেরিতে হলেও সে পুরোপুরি ফির হয়ে আসুক। “

এবছর ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে বুমরাহকে সম্পূর্ণ ফিট পেতে চায় বিসিসিআই। কারণ, গত বছরও বৈশ্বিক আসরে তাকে ছাড়া খেলে বেশ ভুগতে হয়েছে ভারতকে। এবার সেই ঝুঁকি এড়িয়ে, পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে চায় তারা। সবকিছু ঠিকঠাক থাকলে, তার আগেই মাঠে ফিরবেন বুমরাহ। তার বর্তমান অবস্থাও তাই বলছে।

Exit mobile version