Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১২ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় টি২০)

AUS vs ENG

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় টি২০) – হাইলাইটস

বিশ্বকাপের আগে শেষবারের মত নিজেদের ঝালিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ঘরের মাঠে ইংলিশদের আতিথেয়তা দিচ্ছে অসিরা। কিন্তু এই আতিথেয়তা দিতে গিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জয় করে নিয়েছে ইংল্যান্ড।

প্রথম ম্যাচে ২০৮ রান করে মাত্র ৮ রানে ম্যাচ জয় করে নেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে ১৭৮ রান করেও ৮ রানে জিতেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া থেমে গেছে ১৭০ রানে। দুই ম্যাচেই একই ব্যবধান তথা ৮ রানে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়ে ফেলেছে অ্যারোন ফিঞ্চের দল। এই কারণে, বিশ্বকাপ ক্যাম্পেইন শুরুর আগে কিছুটা হতাশা ঘিরে রাখবে বর্তমান চ্যাম্পিয়নদের।

১৭৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর মধ্যে ডেভিড ওয়ার্নার ১১ বল খেললেও করেন মাত্র ৪ রান। আগের ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৪৪ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস। ১৩ বলে ফিঞ্চ করেন ১৩ রান। ওয়ানডাউনে লড়াই চালান মিচেল মার্শ। তার ইনিংসটি থামে ২৯ বলে ৪৫ রান করে।

গ্লেন ম্যাক্সওয়েল মেলে ধরতে পারেননি নিজেকে। ১১ বলে এই তারকা করেন মাত্র ৮ রান। স্টোয়নিস খেলেন ক্যামিও ইনিংস। ১৩ বলে তিনি করেন ২২ রান। ১৭ ওভার পর্যন্ত জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। ১৮ বলে দরকার ছিল ৩৩ রান। ততক্ষণে ২১ বলে ৪০ রান তুলে ইংল্যান্ডের জয়ে একমাত্র বাধা হয়ে দাঁড়ায় টিম ডেভিড।

তবে ১৮তম ওভার করতে এসে দ্বিতীয় বলে দারুণ এক ডেলিভারিতে ডেভিডকে বোল্ড করে দেন কুরান। এরপরও জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। তবে গত কয়েক বছরে ফিনিশারের ভূমিকায় সফল ম্যাথু ওয়েড এই ম্যাচে ঠিকটাক কাজটা করতে পারেননি।

শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ২২ রান। হাতে ৪ উইকেট। টি-টোয়েন্টিতে খুব কঠিন সমীকরণ হয়তো নয়, আবার একেবারে সহজও নয়। উইকেটে ম্যাথু ওয়েডের সঙ্গে ছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়াও এ দুজনের দিকেই তাকিয়ে ছিল। কিন্তু স্যাম কুরানের করা শেষ ওভার থেকে ১৩ রানের বেশি নিতে পারলেন না ওয়েড-কামিন্স।

১০ বলে ১০ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ওয়েড। ১১ বলে ১৮ রান করেন কামিন্স। শেষ ওভারে দেওয়া ১৩ রানসহ চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন কুরান। এছাড়া একটি করে উইকেট তুলে নেন বেন স্টোকস, ডেভিড উইলি ও রিস টপলি।

এর আগে ক্যানবেরার মানুকা ওভালে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৫৪ রানের মধ্যে চার উইকেট তুলে নিয়ে অবশ্য ভালো শুরুই এনে দিয়েছিলেন কামিন্স-স্টয়নিস-জাম্পা’রা। কিন্তু ডেভিড ম্যালান আর মঈন আলীর পঞ্চম উইকেট জুটি ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যায়।

৫২ বলে ৯২ রান যোগ করেন এই দুই ব্যাটার। মঈন ৪টি চার ও ২টি ছয়ে, ২৭ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। তিনে নামা মালান উইকেটে টিকে ছিলেন ২০তম ওভার পর্যন্ত। স্টয়নিসের বলে স্টিভেন স্মিথের ক্যাচ হওয়ার আগে ৪৯ বলে ৮২ রানের ইনিংস খেলেন মালান। তার ইনিংসে ছিল ৭টি চার ও চারটি ছক্কা।

ইংল্যান্ডকে বিপর্যয় থেকে টেনে তোলা ইনিংসটির জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। বাকিদের মধ্যে জস বাটলার ১৭, স্যাম কুরান ৮ রান করেন। বেন স্টোকস ও ক্রিস জর্ডান তোলেন ৭ রান করে।

অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টয়নিস ৩টি এবং অ্যাডাম জাম্পা ২টি উইকেট তুলে নেন। এছাড়া প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক শিকার করেন একটি করে উইকেট। দুদলের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুক্রবার (১৪ অক্টোবর) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড এর স্কোরবোর্ড

ইংল্যান্ড – ১৭৮/৭ (২০.০)

অস্ট্রেলিয়া১৭০/৬ (২০.০)

ফলাফল – ইংল্যান্ড ৮ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডেভিড মালান


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড


অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের একাদশ

অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেট রক্ষক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউড।
ইংল্যান্ড জস বাটলার (অধিনায়ক ও উইকেট রক্ষক), ডেভিড মালান, অ্যালেক্স হেলস, বেন স্টোকস, মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, আদিল রশিদ এবং রিস টপলি।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...