BJ Sports – Cricket Prediction, Live Score

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দেবে আফগানিস্তান 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দেবে আফগানিস্তান 

তালেবান সরকার ক্ষমতায় আসার পর নারীদের ক্রিকেট বন্ধ করা হয়েছে আফগানিস্তানে। বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা, চাকরির ক্ষেত্রেও তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এর প্রতিবাদস্বরূপ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এই সিরিজের৷  সিরিজ বাতিল করায় এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দেবে আফগানিস্তান। গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্যই। 

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ বাতিল করায় রীতিমতো হতাশ আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিযোগ করবে তারা। বোর্ড সূত্রে বলা হয়, ” মার্চ মাসে আফগানিস্তান সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তারা হঠাৎ করেই সফর বাতিল করে, যা খুবই দুঃখজনক। আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ করব।

আফগানিস্তানে তালেবান সরকার আসার পর থেকেই বিভিন্ন পরিবর্তন এসেছে বিভিন্ন দিকে। তার মধ্যে নারী ক্রিকেট থমকে যাওয়া অন্যতম। তবে আফগানিস্তানের দাবি, খেলার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাদের ভাষ্যমতে, ” রাজনীতির সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। খেলাধুলাকে রাজনীতিকরণ করার একটি দুর্ভাগ্যজনক প্রচেষ্টা চলছে।

আফগানদের বিপক্ষে খেলতে অস্বীকার করায় অস্ট্রেলিয়ার জনপ্রিয় লিগ বিগব্যাশকে না বলে দিচ্ছে রশিদরা। বিগব্যাশ থেকে একে একে নাম সরিয়ে নিচ্ছে আফগান ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রশিদ খান, নবীন উল হকরা। ২০১৭ সালে বিগব্যাশে নাম লিখিয়েছিলেন রশিদ খান। তখন থেকে নিয়মিত বিগব্যাশে দেখা যায় তাকে। তবে দুই দেশের মধ্যে সমস্যা হওয়ায় জনপ্রিয় এই লিগে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

এদিকে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে খেলতে রাজি না হওয়ায় তারা পাকিস্তানের দ্বারস্থ হয়েছে।  পাকিস্তান বোর্ড সূত্রে জানা যায়, পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তিনটি ওয়ানডে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। আর সবুজ সংকেত দিয়েছে পাকিস্তানও। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের হোম সিরিজের আগেই আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য উইন্ডো বের করার চেষ্টা করছে পাকিস্তান।

Exit mobile version