BJ Sports – Cricket Prediction, Live Score

অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে ওয়ার্নারকে চান ফিঞ্চ

অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে ওয়ার্নারকে চান ফিঞ্চ

অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে ওয়ার্নারকে চান ফিঞ্চ

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে হঠাৎ করেই অবসর নেওয়ার, পরবর্তী অধিনায়ক কে হবে এই নিয়ে টিম অস্ট্রেলিয়ার জল্পনা তুঙ্গে। তবে ফিঞ্চ অধিনায়ক হিসেবে তারই সতীর্থকে চাইছেন। তিনি আর কেউ নন, ডেভিড ওয়ার্নার।

 ফিঞ্চ বলেন,” ওয়ার্নার এমন একজন ক্রিকেটার যার নেতৃত্বে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে। ওয়ার্নার অধিনায়ক হিসেবে দারুণ। ওর মতো এক শক্তিশালী অধিনায়ক খুব কমই দেখেছি। আমার মনে হয় সবাই ওর নেতৃত্বে খেলতে ভালোবাসবে।

২০১৭ সালে দক্ষিন আফ্রিকার কেপ টাউনে বল বিকৃতি কান্ডে জড়িত থাকার কারণে নিষিদ্ধ করা হয়েছিল ওয়ার্নারকে। দলে ফিরলেও অধিনায়ক হতে পারবেন না তিনি বিষয়েও কথা বলেছেন ফিঞ্চ। অস্ট্রেলিয়া তার সিদ্ধান্ত বদল করলে খুশি হবেন বলেও জানান তিনি।

এই প্রসঙ্গে ফিঞ্চ বলেন,

“ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান নিয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত নই। তবে ওরা সিদ্ধান্ত বদল করলে আমি খুশিই হব। ওয়ার্নার এমন একজন ক্রিকেটার যে নেতৃত্বের দায়িত্ব সামলাতে পারে স্বচ্ছন্দে। সত্যিই যোগ্য।

সামনে টিটোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাঠেই। আর এই সময়ে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে ভাবতে রাজি নন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বিশ্বকাপ নিয়ে চাপে থাকায় বিশ্বকাপের পরই ওয়ানডে নিয়ে ভাবার কথা বলেছেন তিনি।

বল বিকৃতির কান্ডে ওয়ার্নারের মত স্মিথের ছিল নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি৷ এদিকে ডেভিড ওয়ার্নার জানিয়ে দিয়েছেন বোর্ড তাকে অধিনায়কের দায়িত্ব দিলে তিনি সেটা পালন করতে প্রস্তুত। অন্যদিকে অস্ট্রেলিয়ার গণমাধ্যমের ধারনা স্টিভেন স্মিথ বা প্যাট কামিন্স হতে পারে নতুন অজি অধিনায়ক।

Exit mobile version