BJ Sports – Cricket Prediction, Live Score

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করবে ভারত :  চ্যাপেল

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করবে ভারত :  চ্যাপেল

#image_title

এবারের বোর্ডারগাভাস্কার ট্রফিতে, মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছিলো বাকযুদ্ধ। অস্ট্রেলিয়ার এবং ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাংবাদিক, তর্কযুদ্ধে মেতেছিলেন সবাই। তার অবশ্য কারণও আছে। ভারতের সুবিধাজনক স্পিন উইকেট নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। মাঠে নেমেও সেই ঘূর্ণি জাদুর কাছে ধরা খেয়েছে অজিরা। তাই তো ইয়ান চ্যাপেল আশঙ্কা করছেন, ভারতের কাছে হোয়াইটওয়াশ হতে পারে অস্ট্রেলিয়া।

চার ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে ইতোমধ্যে প্রথম দুটি জিতে নিয়েছে ভারত। সেই দুটি ম্যাচে প্যাট কামিন্সরা এতটাই নাস্তানাবুদ হয়েছে যে, তিন দিনেই হারের মুখ দেখে ফেলেন তারা। মূলত ভারতের স্পিন সহায়ক উইকেটে, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনদের কাছে অসহায় আত্মসমর্পণ করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। জয় তো দূরে থাক, লড়াইটাও জমাতে পারেননি অজিরা।

দুই ম্যাচ হেরে যাওয়া দল, মানসিকভাবে পিছিয়ে পড়েছে অনেকটাই। সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা বেশ কঠিন বলে মনে করছেন চ্যাপেল। সাবেক অজি তারকা বলেন, ” এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের ঘুরে দাঁড়ানোটা কঠিন হয়ে গেছে। ভারত দুইবারই দারুণভাবে ম্যাচ জিতে নিয়েছে। সেখানে ওদের (ভারতীয়) আধিপত্য দেখা গেছে। সবকিছু বিবেচনা করলে বলা যায়, ভারত তে সিরিজ জিতে নেবে।

অস্ট্রেলিয়া দলের ব্যাটিং নিয়েও কথা বলেছেন চ্যাপেল। তার মতে, বেশকিছু সেশনে ভালো ব্যাটিং করেছেন অজিরা। প্রসঙ্গে চ্যাপেল আরো বলেন, ” ছেলেরা (অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান) ভালো শুরু করছে। কিন্তু সেই ভালোটা ধরে রাখতে পারছে না। সাহসী ক্রিকেট দেখায়, আবার যেন হারিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী মাঠে কাজটা ঠিকঠাক হচ্ছে না। এজন্য বারবার ম্যাচ থেকে ছিটকে যেতে হচ্ছে।

এদিকে প্রথম দুটি ম্যাচে হারার পর কামিন্স তো জানিয়েই দিলেন, নিজেদের কিছু ভুলের কারণেই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছেন তারা। অবশ্য সেই ভুলগুলো পরের ম্যাচ থেকে না করার চেষ্টা করবেন বলে জানালেন অজি অধিনায়ক। ভারতের বিপক্ষে সফরকারীদের তৃতীয় টেস্ট শুরু হবে মার্চ, ইন্দোরে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়

Exit mobile version