BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ৮ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (২য় ওডিআই)

ক্রিকেট হাইলাইটস, ৮ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (২য় ওডিআই)

ক্রিকেট হাইলাইটস, ৮ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (২য় ওডিআই)

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (২য় ওডিআই) – হাইলাইটস

গতকাল সকালে তিন ম্যাচের ওডিআই সিরিজের ২য় টিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করতে নেমে ২০০ এর কাছাকাছি একটি লক্ষ্য দাড় করায় নিউজিল্যান্ডের জন্য। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানের আগেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সেই সাথে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। অন্যদিকে ভাল ব্যাটিং এবং বোলিং এর দরুন ম্যাচ সেরার খেতাব পেয়েছেন মিচেল স্টার্ক। 

প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। যদিও শেষমেশ ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন এবং অ্যালেক্স ক্যারি মিলে সেই জয় নিশ্চিত করেন।আর বৃহস্পতিবার সব কৃতিত্ব বোলারদের। তাদের দাপটেই কচুকাটা হলেন কিউই ব্যাটাররা। 

কেয়ার্নসে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমেই কিউয়ি বোলারদের দাপটে কোনঠাসা হয়ে পড়েন ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চরা। 

২৬ রানের মধ্যে অসিরা ৪ উইকেট হারিয়ে বসে। আর ৫৪ রানের মধ্যে হারায় ৫ উইকেট। অ্যারন ফিঞ্চ (২ বলে ০), ডেভিড ওয়ার্নার (১১ বলে ৫), মারনাস (১২ বলে ৫), মার্কাস স্টয়নিস (৬ বলে ০), অ্যালেক্স ক্যারি (২৮ বলে ১২)।

তাদের হয়ে সর্বোচ্চ রান করেন স্টিভেন স্মিথ। তিনি ৯৪ বলে ৬১ করেন। সাথে মেরেছিলেন ৫টি চার ও ১টি ছয়। আর নয় নম্বরে ব্যাট করতে নেমে মিচেল স্টার্ক ৪৫ বলে অপরাজিত ৩৮ রানের দায়িত্বশীল একটি ইনিংস খেলেন। সাথে মেরেছিলেন ২ টি চার ও ১টি ছয়। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল করেন ৫০ বলে ২৫ রান। শন অ্যাবট করেন ১৫ বলে ৭ রান। ২ চারের সাহায্যে ২১ বলে ১৬ রান করেন অ্যাডাম জাম্পা।

জস হ্যাজেলউড ১১ নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে অপরাজিত ২৩ রান করেন। দুই টেল এন্ডারের ওপর ভর করে অস্ট্রেলিয়ার স্কোর কোনও মতে টেনেটুনে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রানে পৌঁছায়।

নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে ৩৮ রান খরচায় ৪ টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট । ১০ ওভারে ৩৩ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি এবং মিচেল স্যান্টনার।

মাত্র ১৯৬ রানের লক্ষ্য। ৫০ ওভারের ম্যাচে খুবই মামুলি একটি লক্ষ্য। কিন্তু ১৯৬ রান তো দুরে থাক, ১০০ রানও করতে পারলো না নিউজিল্যান্ড ক্রিকেট দল। অলআউট হয়ে গেলো মাত্র ৮২ রানে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুই দলের বোলাররাই নিজেদের কারিশমা দেখালেন। একে অপরকে ছাপিয়ে গিয়ে লড়াইয়ের ময়দানে কচুকাটা করলেন ব্যাটারদের। তবে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট বা ম্যাট হেনরিকে ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, শন অ্যাবটরা। যার ফলে মাত্র ৮২ রানে নিউজিল্যান্ডকে অলআউট করে ১১৩ রানে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন জাম্পা অ্যান্ড কোং।

রান তাড়া করতে নেমে কিউই ব্যাটাররা কেউই ক্রিজে টিকতে পারেননি। কোনও ব্যাটারই ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। জাম্পাদের দাপটে মাত্র ৩৩ ওভারে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া মিচেল স্যান্টনার ১৬ করে অপরাজিত থাকেন। বাকিদের অবস্থা আর বলার মত না। ২ রান অথবা ৫ রান করেই সাজঘরে ফেরেন অধিকাংশ খেলোয়াড়। 

অস্ট্রেলিয়ার পক্ষে ৫টি উইকেট তুলে নেন স্পিনার জাম্পা নিজেই। ২টি করে উইকেট নিয়েছেন স্টার্ক এবং অ্যাবট। ১ উইকেট নিয়েছেন মার্কাস স্টোইনিস। ১১৩ রানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া। এবার তৃতীয় তথা শেষ ওডিআই জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার সামনে। 


অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া – ১৯৫/৯ (৫০)

নিউজিল্যান্ড – ৮২/১০ (৩৩) 

ফলাফল – অস্ট্রেলিয়া ১১৩ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মিচেল স্টার্ক 



অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, মারনাস লাবুসচেন, শন অ্যাবট, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, মাইকেল ব্রেসওয়েল, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট
Exit mobile version