BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ৫ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (১ম টি২০)

ক্রিকেট হাইলাইটস, ৫ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (১ম টি২০)

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (১ম টি২০) – হাইলাইটস

বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার দুর্দান্ত সুযোগ। বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫০ এর কাছাকাছি একটি স্কোর করে ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে খারাপ পারফরমেন্স করলেও শেষে এসে অ্যারন ফিঞ্চ ও ম্যাথু ওয়েডের দারুন ব্যাটিং-এ ম্যাচ নিজেদের করে নেয় তারা। সেই সাথে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ থেকে এগিয়ে গেল তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব জিতে নেয় অ্যারন ফিঞ্চ। 

কারারার ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং ক্যারিবীয়দের পাঠিয়েছিল ব্যাটিংয়ে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি নিকোলাস পুরানের দল। জবাবে দশ ওভারের মধ্যে ৫ উইকেট হারালেও ফিঞ্চের ফিফটিতে ৩ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ দেড়শ ছুঁইছুঁই স্কোর পেয়েছে মূলত ওডিয়ান স্মিথের শেষদিকের ঝড়ে। ছোট্ট ক্যামিও ইনিংসে তিন চার ও এক ছয়ের মারে ১৭ বলে ২৭ রান করেন তিনি। এছাড়া কাইল মায়ার্স ৩৬ বল থেকে করেন ৩৯ রান। সাথে মেরেছিলেন ১টি ছয় ও ৫টি চার। ১ চার ও ১ ছয়ের সাহায্যে ৯ বলে ১২ রান করেন ব্র্যান্ডন কিং। 

২৩ বল খেলে মাত্র ১৯ রান করেন রেমন রেইফার। ২ ছয়ের সাহায্যে ৭ বলে ১৩ রান করেন জেসন হোল্ডার। এছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেন নেই। জনসন চার্লস (৩), নিকোলাস পুরান (২), রোভম্যান পাওয়েল (৭), আলজারি জোসেফ (৭), এবং ইয়ানিক ক্যারিয়া (১)। শেষে ১৫ রান এক্সট্রা সহ ১৪৫ রানে পৌছায় তারা। 

অস্ট্রেলিয়ার পক্ষে ৪ ওভারে ৩৫ রান খরচায় তিনটি উইকেট নেন জশ হ্যাজলউড। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এছাড়া ১টি উইকেট নেন ক্যামেরন গ্রিন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করলেও পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ফেলে অসিরা। প্রথম ৬ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৫৬ রান। সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার (১৪), ক্যামেরন গ্রিন (১৪) ও মিচেল মার্শ (৩)। 

এরপর রানের খাতাই খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড। ফলে ৮ ওভারে মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে ষষ্ঠ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান ফিঞ্চ ও ওয়েড।

অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের জুটিতে জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। শেষ তিন ওভারে ৫ উইকেট হাতে রেখে প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার আলজারি জোসেফ ও ওডিয়ান স্মিথের পরের দুই ওভারে রান এলো মাত্র ৪ করে, উইকেট পড়লো দুইটি।

ফলে সাত উইকেট হারিয়ে শেষ ওভারে ১১ রান বাকি থাকে অস্ট্রেলিয়ার। যা ঠেকানোর দায়িত্ব পড়ে শেলডন কটরেলের কাঁধে। সেই মিশনে হয়তো সফল হতেও পারতেন কটরেল। কিন্তু অভিষিক্ত রেয়মন রেইফার ক্যাচ ছেড়ে দিয়ে ম্যাচও যেন ছেড়ে দেন।

ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকানো ওয়েড দ্বিতীয় বলে ক্যাচ দিয়েছিলেন রেইফারের হাতে। কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি রেইফার। উল্টো দুই রান পেয়ে যায় অস্ট্রেলিয়া। পরের তিন বলে বাকি পাঁচ রান নিয়ে এক বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় অসিরা।

ইনিংসের ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৫৩ বলে ৫৮ রান করেন ফিঞ্চ। তবে আরেকপ্রান্ত আগলে রাখে ওয়েড। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৯ রান। শেষ ওভারে রেইফার ক্যাচ না ছাড়লে ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, ও শেলডন কটরেল। 


অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ এর স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া – ১৪৬/৭ (১৯.৫)

ওয়েস্ট ইন্ডিজ – ১৪৫/৯ (২০.০)   

ফলাফল – অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – অ্যারন ফিঞ্চ  



অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের একাদশ

অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, টিম ডেভিড, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড
ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক), জনসন চার্লস (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, ওডিয়ান স্মিথ, আলজারি জোসেফ, ইয়ানিক ক্যারিয়া, শেলডন কটরেল
Exit mobile version