BJ Sports – Cricket Prediction, Live Score

অন্তত এটা বোঝা গেল বিরাট কোহলিও মানুষ : জস বাটলার

Virat Kohli, the poster boy of Indian cricket, once had a great time in twenty-two yards of the field.

At least it was understood that Virat Kohli is human - Jos Buttler

মাঠের বাইশ গজে একটা সময় কি দুর্দান্ত সময়ই না পার করেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। নান্দনিক ব্যাটিং দিয়ে সারাবিশ্বে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন অল্প সময়ে। কোহলি মাঠে নামা মানেই ছিল কোন না কোন নতুন রেকর্ড তৈরি করা। নয়তো পুরানো কোন রেকর্ড ভেঙ্গে নিজের করে নেয়া। অথচ সম্প্রতি কোহলি দেখছেন মুদ্রার অন্যপিঠও।

ব্যাটে সেঞ্চুরি নেই প্রায় বছর তিনেক হতে চলল। রান খরায় দল থেকে বাদ পড়ার মত অবস্থায়ও পৌঁছেছেন ভারতের সাবেক অধিনায়ক। তবে কোহলির শ্রেষ্ঠত্বকে কুর্নিশ করেই ইংলিশ অধিনায়ক জস বাটলার বললেন, এখন অন্তত মানুষের কাতারে নেমে এসেছেন কোহলি! বোঝা যাচ্ছে কোহলিও মানুষ। 

কোহলির রানের জোয়ারে ভাটার টান প্রথম আসে সেঞ্চুরি খরা দিয়ে। রান পেলেও তিনি সেঞ্চুরি পাচ্ছিলেন না। ক্রমে সেটিই এখন রূপ নিয়েছে ফর্মহীনতায়। টেস্টে সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি কেবল একটি। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতেও খেলেছেন মাত্র ১৬ রানের ইনিংস। তবুও তাতে কোহলিকে নিয়ে ইংলিশদের ভাবনায় মোটেও ভাটা পড়েনি। 

সম্প্রতি কোহলি সম্পর্কে বলতে যেয়ে বাটলার বলেন, ‘আমার মনে হয়, আমাদের বাকি সবার জন্য এটা একটা ফুরফুরে ব্যাপার যে সে আসলে মানুষ এবং সেও কিছু ম্যাচে কম রানে আউট হতে পারে। তবে দেখুন, ওয়ানডেতে সে যদি সবচেয়ে সেরা নাও হয়, তবু সেরাদের একজন হয়েই আছে।

অনেক বছর ধরেই সে অসাধারণ এক ক্রিকেটার। তাকে দিয়ে আরেকবার প্রমাণ হয়, ব্যাটসম্যানদের এমন ফর্ম আসে, যখন সে যতটা ভালো, ততটা পারফর্ম করতে পারে না। তবে প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে আমি নিশ্চিতভাবেই জানি, তার মানের একজন ব্যাটসম্যানের বড় একটি ইনিংস প্রাপ্য হয়ে গেছে। স্রেফ আশা করতে পারি, আমাদের বিপক্ষে যেন না আসে।’

সাবেক ভারত অধিনায়ককে নিয়ে ক্রিকেট পাড়ায় যে আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে তাতে বেশ অবাক বাটলার। তিনি বলেন, ‘হ্যাঁ, অবিশ্বাস্য রকমের বিস্মিত। তার রেকর্ডই তো তার হয়ে কথা বলে। ভারতকে যত ম্যাচ সে জিতিয়েছে… তার পর তাকে নিয়ে কেন প্রশ্ন উঠবে?

Exit mobile version