BJ Sports – Cricket Prediction, Live Score

অধিনায়কত্ব প্রশ্নে মুখ খুললেন বাবর আজম 

অধিনায়কত্ব প্রশ্নে মুখ খুললেন বাবর আজম 

ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কাম ব্যাক করলেও অধিনায়ক হিসেবে দলকে জয় এনে দিতে পারছে না বাবর আজম। দীর্ঘদিন ধরেই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। তবে ঘরের মাঠে তার ব্যক্তিগত রানের ঝুড়ি ভরলেও সাদা পোশাকে দল থাকছে জয় শূন্য। এই অবস্থায় তার অধিনায়কত্ব নিয়ে আবার  প্রশ্ন উঠলে খুব ঠান্ডা মাথায় তার জবাব দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

দল নির্বাচনে বাবর আজম কম্বিনেশনের থেকে  ব্যক্তিগত সম্পর্কই প্রাধান্য দেন, এমন অভিযোগও শোনা যাচ্ছে পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে। চারদিকে তাকে নিয়ে যেন ঝড় বইছে  সমালোচনার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তো সরাসরিই বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তার জবাবও খুব ঠান্ডা মাথায় দিয়েছেন বাবর। 

বাবরকে উদ্দেশ্য করে সেই সাংবাদিক প্রশ্ন করেন, ” টেস্টে প্রত্যাশিত সাফল্য পাচ্ছেনা পাকিস্তান। ঘরের মাঠেও হেরে যাচ্ছে দল। অনেকেই বলছেন দলে আপনার কর্তৃত্ব কমে যাচ্ছে। দল নির্বাচনে আপনি নাকি পক্ষপাত মূলক আচরন করেন, কম্বিনেশনের থেকে নাকি ব্যক্তিগত সম্পর্ককে আপনি প্রাধান্য দেন। প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি এরই মধ্যে ওয়ানডে দলে সহ – অধিনায়কত্ব পরিবর্তন করেছেন। আরো পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সামনে টেস্ট নেতৃত্বে আপনার জায়গায় নতুন কেউ আসবেন, এমন গুঞ্জন ও উঠেছে দেশের ক্রিকেটে । কি বলবেন আপনি ” ?  ‘ 

সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাবর আজম বলেন, ” স্যার, কাকে অধিনায়কত্ব দেওয়া হবে, সে খবর তো আপনি জানেন, আমি জানি না। আমার কাজ শুধু ব্যাট হাতে পারফর্ম করা, দলকে পারফর্ম করতে সাহায্য করা। দলের জার্সি গায়ে আমি নিজের কাজ এবং দায়িত্ব শতভাগ পালন করতে চাই৷ অন্যকিছু নিয়ে ভাবছিনা।বাকিটা বোর্ড ভালো জানে, বাকি সিদ্ধান্তও পাকিস্তান ক্রিকেট বোর্ডের “। 

উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরেছে। পাকিস্তানে টেস্ট না হওয়া এই ১০ বছরে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ – উল – হক, সফররাজ আহমেদের মতো অধিনায়ক। তবে ঘরের মাঠে কেউই নেতৃত্ব দিতে পারেননি। পাকিস্তানে টেস্ট  ফেরার পর বাবর ছাড়া নেতৃত্ব দিয়েছেন একজন, আজহার আলী। তাও মাত্র ৩ টেস্টে। 

সেদিক থেকে বাবর অবশ্য এগিয়েই আছেন। এদিকে প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি বলেছেন বাবরকে ভালো অধিনায়ক হতে সাহায্য করবে বোর্ড। এমনিতেও নতুন নির্বাচক কমিটি আসার পর বেশ কয়েকটি পরিবর্তন হয়ে গেছে পাকিস্তান দলে। এবার দেখা যাক আর কোনো পরিবর্তন আসে কি না। তবে সাংবাদিককে দেয়া বাবরের সেই জবাব ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের কেউ যেমন বাবরের পাশে দাঁড়িয়েছেন তেমনি কেউ আবার সমালোচনাও করেছেন।

Exit mobile version