BJ Sports – Cricket Prediction, Live Score

অঘটন দিয়েই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

অঘটন দিয়েই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

অপেক্ষার প্রহর গোনা শেষ। পর্দা উঠে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। যদিও বাছাইপর্বের ম্যাচ, তবু বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হয়ে গেল রবিবার । তাও আবার রোমাঞ্চ আর বিস্ময় ছড়িয়ে। উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপ চ্যাম্পিয়ন  শক্তিশালী শ্রীলংকাকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে রীতিমতো অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া।

এদিন গিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনারের দ্রুত বিদায়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় নামিবিয়া। তবে মিডল অর্ডারে ইটন, বেয়ার্ড এবং এরাসমাসের সাবধানী ইনিংসের সুবাদে বিপর্যয় কাটিয়ে ওঠে তারা।

শেষদিকে অবশ্য আর লংকান বোলারদের পাত্তাই দেননি ফ্রাইলিংক এবং স্মিথ। দুজনের ব্যাটিং তান্ডবে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ পায় নামিবিয়া। তবে ব্যাটসম্যানরা যতটাই সফল, তার সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করেছে দলটির বোলাররাও। রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে লংকানদের।

অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ১৬৪ রান তাড়া করা, কয়েকদিন আগে এশিয়া চ্যাম্পিয়ন হয়ে যাওয়া শ্রীলংকার জন্য কঠিন কিছু ছিলোনা। কিন্তু সবার সেই ধারণা ভুল প্রমাণ করে লংকান ব্যাটসম্যানরা। শানাকার ২৯ রান ছাড়া, বলার মতো ইনিংস খেলতে পারেননি আর কেউই। শেষ পর্যন্ত ১০৮ রান করতেই হারিয়ে ফেলে ১০ উইকেট। তাতেই জয়োল্লাসে মাতে নামিবিয়া।

এই ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা চলছেই। অনেকেই যেমন নামিবিয়াকে শুভেচ্ছা জানিয়েছে তেমনি এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে নিয়ে নেটিজেনদের অনেকে ট্রলও করেছেন।

Exit mobile version