Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৬ জুলাই: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (২য় টেস্ট – ৩য় দিন)

SL vs PAK

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (দ্বিতীয় টেস্ট – ৩য় দিন)

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে চাপে পড়ে গেছে সফরকারী পাকিস্তান। ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ৩২৩ রানের লিড নিয়ে ফেলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। বুধবার ৫ উইকেট হাতে রেখে লিড আরও বাড়ানোর মিশনে নামবে তারা।

এর আগে পাকিস্তানকে তাদের প্রথম ইনিংসে ২৩১ রানে গুঁড়িয়ে দিয়েছে লঙ্কানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন অভিষিক্ত আগা সালমান। বল হাতে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার অফস্পিনার রমেশ মেন্ডিস।

আগেরদিন ৭ উইকেটে ১৯১ নিয়ে খেলা শেষ করেছিল পাকিস্তান। ৩য় দিন তার সাথে আরও ৪০ রান যোগ করেছে তাদের লেজের সারির ব্যাটাররা। ২১ রান করে প্রবাথ জয়াসুরিয়ার বলে বোল্ড হওয়ার আগে, আগের দিন অপরাজিত থাকা ইয়াসির শাহ’র সঙ্গে জুটি গড়ে শ্রীলঙ্কাকে কিছুক্ষণ হতাশ করেন হাসান আলী। ২৬ রান করা ইয়াসির এবং ১ রান করা নোমান আলীকে সাজঘরে ফেরান রমেশ মেন্ডিস।

ফলে শ্রীলঙ্কার চেয়ে ১৪৭ রানে পিছিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস শেষ করে সফরকারীরা। ১০ টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেছেন রমেশ মেন্ডিস। তিনি খরচ করেন ৪৭ রান। এছাড়া প্রবাথ জয়াসুরিয়া ৩টি এবং অসিথা ফার্নান্দো ও ধনঞ্জয়া ডি সিলভা ১টি করে উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩১ রানে আটকে দেওয়ার পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব দৃঢ় ছিল না। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের কেউই ২০ রান পেরোতে পারেননি। আগের দিন চোটের কারণে ফিল্ডিং করতে না পারায় ইনিংস উদ্বোধন করতে আসতে পারেননি অধিনায়ক দিমুথ করুনারত্নে।

ফলে ওশাদা ফার্নান্দো’র সঙ্গে ওপেনিং করতে উইকেটে আসেন উইকেট রক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলা। তাঁকে ফিরিয়েই পাকিস্তানকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসিম শাহ, অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা দেন ডিকভেলা (১৫)।

ফার্নান্দো ও কুশল মেন্ডিস—দুজনই হন এলবিডব্লু। ইনিংসে নিজের প্রথম বলেই ফার্নান্ডোকে (১৯) সাজঘরে ফেরান ইয়াসির শাহ। মোহাম্মদ নওয়াজের বলে মেন্ডিস (১৫) তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় লঙ্কানদের স্কোর ছিল ৫৯ রান। এরপর দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুস ৪১ রানের জুটি গড়ে তোলেন। চা-বিরতির মিনিট দশেক আগে আসে ম্যাথুসের বিতর্কিত ওই আউট।

তখন পর্যন্ত বেশ দৃঢ় থাকা ম্যাথুস ডিফেন্ড করতে গিয়েছিলেন সালমানের বলটি। পাকিস্তানের আবেদনে সাড়া দেননি অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে রিভিউতে আল্ট্রা এজে খুবই সূক্ষ্ম স্পাইক দেখে ধর্মসেনার সিদ্ধান্ত বদলান টিভি আম্পায়ার মারাই এরাসমাস। ৬২ বলে ৩৫ রান করেই ফিরতে হয় ম্যাথুসকে। ১০০ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।

চা-বিরতির পরপরই ফেরেন চান্ডিমালও। নাসিমের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে রিজওয়ানের হাতে ধরা পড়েন ২১ রান করে। ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার লিড তখন ২৬৪ রান। ছয়ে আসা করুনারত্নে ও সাতে নামা ডি সিলভা অবশ্য লিডকে নিয়ে যান ৩০০-এর উপরে। শেষ সেশনে পানি পানের বিরতির পরপরই আলোকস্বল্পতায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। এরপর আর খেলা শুরু হয়নি।

দিন শেষে দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেট ১৭৬ রান। করুনারত্নে এবং ডি সিলভা ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। করুনারত্নে অপরাজিত ২৭ রান এবং ডি সিলভা অপরাজিত ৩০ রান নিয়ে ৪র্থ দিনের খেলা শুরু করবেন।


শ্রীলঙ্কা বনাম পাকিস্তান এর স্কোরবোর্ড

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ৩৭৮/১০ (১০৩.০)

পাকিস্তান (১ম ইনিংস) – ২৩১/১০ (৮৮.১)

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ১৭৬/৫ (৫০.০)


শ্রীলঙ্কা বনাম পাকিস্তান


শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচের একাদশ

শ্রীলঙ্কা দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেট রক্ষক), কুশল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, রমেশ মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, প্রবাথ জয়াসুরিয়া, অসিথা ফার্নান্দো, এবং ডুনিথ ওয়েলালাই
পাকিস্তান বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), আবদুল্লাহ শফিক, ফাওয়াদ আলম, আগা সালমান, ইমাম-উল হক, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হাসান আলী, ইয়াসির শাহ এবং নাসিম শাহ।

আরো ব্লগ

শহীদ আফ্রিদিকে কেন বুম বুম আফ্রিদি বলা হয়?

পাকিস্তানের ক্রিকেটে অন্যতম জনপ্রিয় নাম শহীদ আফ্রিদি। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে যথেষ্ট খ্যাতি আছে  তার। মাঠের ২২ গজে ব্যাট হাতে মারকাটারি ব্যাটিংয়ে তিনি যেমন ঝড় তুলতেন তেমনি সুদর্শন এই...

ডিআরএস কোম্পানির সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বিসিবির

বিপিএলের প্রথমদিকে ডিআরএস না থাকায় তা নিয়ে কম সমালোচনা হয়নি। তবে ডিআরএস কোম্পানির সঙ্গে এবার দীর্ঘদিনের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। আগামী ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের সব...

আইসিসির বর্ষসেরা ক্যাপ পেয়ে উচ্ছ্বসিত মিরাজ

গেল কয়েক বছর ধরে বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ মেহেদি হাসান মিরাজ। এরমধ্যে ২০২২ সালটা কাটিয়েছেন স্বপ্নের মতো। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে নিজের সেরা ক্রিকেটটাই খেলেছেন এই তরুণ অলরাউন্ডার। তাই তো,...

জয়ে ফিরতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে কোয়েটা গ্লাডিয়েটর্স

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে, খুব একটা ভালো ছন্দে নেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। হার দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করে দলটি।  পরের ম্যাচগুলোতে যেখানে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিলো দলটির, সেখানে পরের...