
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে গেছে পাকিস্তান। কলম্বোয় পৌঁছেই দুঃসংবাদ পেয়েছে দলটি। করোনায় আক্রান্ত হয়েছেন দলের এক স্টাফ। করোনা পজিটিভ হওয়ার পর মালাং আলীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাসাজ দেওয়ার কাজ করে থাকেন তিনি।
শ্রীলংকার নিয়মানুসারে তাকে পাঁচ দিনের আইসোলেশনে থাকতে হবে। যার শেষ দিনে আবারো র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতির করোনা পরীক্ষা করা হবে। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা।
এর আগে গত ৬ জুলাই ১৮ জন খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের ১৩ জন সদস্য নিয়ে শ্রীলংকা যায় পাকিস্তান দল। সেখানে পৌঁছে নিয়ম অনুযায়ী সবার করোনা পরীক্ষা করা হয়। আর তখন এই দুঃসংবাদ পায় পাকিস্তান। অবশ্য এই একজন স্টাফ ছাড়া দলের বাকি সবাই করোনামুক্ত আছেন। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ১৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগেই মালাং সুস্থ হয়ে যাবেন বলে আশা করছে পাকিস্তান। ১১ থেকে ১৩ জুলাই কলম্বোয় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।