
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে ইতোমধ্যেই ব্যাকফুটে রয়েছে শ্রীলংকা। তার মধ্যে যখন সিরিজ বাঁচানোর লড়াই, সেই দ্বিতীয় টেস্টের আগে একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন লংকান ক্রিকেটাররা। তাতে নিশ্চয় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো লংকানদের।
এর আগে প্রথম টেস্ট চলাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার পরে করোনা পজিটিভ হন স্পিনার প্রবীণ জয়াবিক্রমে। এবার আরো বড় দুঃসংবাদ, একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লংকান ক্রিকেটার। তারা হলেন- ধনঞ্জয়া ডি সিলভা, আসিথা ফার্নান্দো এবং জেফ্রে ফেন্ডারসে।
তবে ম্যাথিউসকে নিয়ে আছে স্বস্তির খবর। নির্ধারিত আইসোলেশন শেষে এখন অনেকটাই সুস্থ এই অলরাউন্ডার। তাই দ্বিতীয় টেস্টে তাকে দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ। এদিকে প্রথম ম্যাচে ম্যাথিউসের কোভিড-সাব হিসেবে মাঠে নামা ওসাদা ফার্নান্দোর জায়গাও নিশ্চিত। ধনঞ্জয়ার বদলে খেলবেন তিনি।
তবে আগেই বাদ পড়েছেন লাসিথ এম্বুলদেনিয়া। তাই লংকান দলে পরিবর্তন আনতে হচ্ছে বেশ কয়েকটা। সাদা পোশাকে অভিষেক হতে পারে মাহিশ থিকসানা এবং দুনিথ ওয়ালালাগের। আসিথার বদলি হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে কাসুন রাজিথার। এছাড়া দলে ঢুকেছেন লাকসিঘা মানাসিংহে এবং প্রভত জয়সুরিয়া। রিস্টস্পিনার হিসেবে লাকশান সান্দাকানও দলে আসতে পারেন বলে জানা যায়।