Skip to main content

আজকের ট্রেন্ডিং

যেখানে বাংলাদেশের প্রথম মোসাদ্দেক হোসেন সৈকত

Where Mosaddek Hossain Saikat is the first among Bangladeshis

নুরুল হাসানের একটি সিদ্ধান্তে হয়ত অনেকেই অবাক হয়েছিলেন। দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং ওপেন করতে তিনি বল তুলে দেন মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে! চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে নেমে কেন একজন অলরাউন্ডারের হাতে ইনিংস ওপেন করার জন্য বল দিলেন নুরুল হাসান? তাও আবার যাঁর আসল কাজ ব্যাটিং।

নুরুল হাসানের এই সিদ্ধান্ত যদি কাউকে অবাক করে থাকে, তবে মোসাদ্দেক যা করেছেন, সেটা দেখে হয়তো আরও বেশি অবাক হয়েছেন সবাই! শুরুতে টানা উইকেট নিয়ে তিনি বিপর্যস্ত করে দেন জিম্বাবুয়ের ইনিংস।

নুরুল হাসানের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম বলেই রেজিস চাকাভাকে ফেরান মোসাদ্দেক। প্রথম ওভারে তিনি উইকেট নেন আরও একটি, ষষ্ঠ বলে লিটন দাসের ক্যাচে পরিণত করেন ওয়েসলি মাধেভেরেকে। পরের তিন ওভারে একটি করে উইকেট নেন মোসাদ্দেক। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনকে। এরপর ফেরান শন উইলিয়ামস মিল্টন শুম্বাকে।

জিম্বাবুয়ের উইকেটে নিতে ২০ রান দিয়েছেন মোসাদ্দেক। টিটোয়েন্টি ক্রিকেটে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এটা তাঁর সেরা বোলিং। বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে যৌথভাবে এটা দ্বিতীয় সেরা বোলিং। তবে একটা ক্ষেত্রে মোসাদ্দেকই প্রথম। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে এর আগে বাংলাদেশের কোনো বোলার প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেট নিতে পারেননি।

টিটোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং ইলিয়াস সানির। বাঁহাতি স্পিনার ১৩ রানে উইকেট নিয়েছিলেন ২০১২ সালে, বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে। মোসাদ্দেকের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট নিয়েছিলেন তিনি ২০ রান দিয়ে।

এই তিনজন ছাড়া আন্তর্জাতিক টিটোয়েন্টিতে উইকেট পেয়েছেন বাংলাদেশের আর একজন বোলারই, তিনি মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার ২০১৬ সালের টিটোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় ২২ রানে নিয়েছিলেন উইকেট।

মোসাদ্দেকের টিটোয়েন্টি অভিষেক জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় সেই ম্যাচে ওভার বল করে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। আগের ১৯ ম্যাচে তাঁর উইকেট ছিল মাত্র ৭টি। তবে এবার যেন সব অপূর্ণতা ঘুচিয়ে দিলেন তিনি।

আরো আজকের ট্রেন্ডিং

ক্রিকেট ফ্রি টিপস | বাংলাদেশ বনাম পাকিস্তান, নিউজিল্যান্ড টি-২০ ত্রিদেশীয় সিরিজ 2022: ১ম টি২০

বাংলাদেশ বনাম পাকিস্তান এর ম্যাচ বিবরণ ম্যাচ: বাংলাদেশ বনাম পাকিস্তান, ১ম টি২০ | নিউজিল্যান্ড টি-২০ ত্রিদেশীয় সিরিজ 2022 তারিখ: শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ সময়: ০৭:৩০ (GMT +৫.৫) / ০৮:০০ (GMT+৬)...

ক্রিকেট হাইলাইটস, ৫ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (১ম টি২০)

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (১ম টি২০) – হাইলাইটস বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার দুর্দান্ত সুযোগ। বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি...

ক্রিকেট ফ্রি টিপস | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০২২: ১ম ওডিআই

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এর ম্যাচ বিবরণ ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ১ম ওডিআই | দক্ষিণ আফ্রিকার ভারত সফর তারিখ: বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ সময়: ১৪:০০ (GMT +৫.৫) / ১৪:৩০...

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মঈন আলী

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী। ইংল্যান্ডের হয়ে সাদা জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না এই ইংলিশ অলরাউন্ডারকে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মঈন। সবশেষ সাদা জার্সি গায়ে মাঠে নেমেছিলেন...