
ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের রেকর্ড কে ভেঙ্গে দিতে পারে ? প্রশ্নটা মাথায় আসতেই বেশিরভাগ মানুষের যার নাম আসে তিনি বিরাট কোহলি।
ক্রিকেট বিশ্বে ব্যাটিংয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক শচিন টেন্ডুলকার আর বর্তমানে খেলা চালিয়ে যাওয়াদের মধ্যে নেই। এর পরেই আছেন কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচিনের ৪৯টি সেঞ্চুরির বিপরীতে কোহলির আছে ৪৩ টি সেঞ্চুরি। এর উপরে আছেন কেবল অস্ট্রেলিয়ার রিকি পিন্টিং, তাও মাত্র একটি সেঞ্চুরি বেশি। যদিও ২০১৯ সালের পর থেকে এখনো আর কোন সেঞ্চুরির দেখা পান নি কোহলি। তবুও রেকর্ড টপকানোর কথা আসলে কোহলির সম্ভাবনাই সবচাইতে বেশি।
এদিকে একটি সানগ্লাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর মালিক অশ্বিন কৃষান দাবী করেন তার সাথে কথা বলার সময় কোহলি নিজেই খুব আত্মবিশ্বাসী ছিলেন শচিনের সেঞ্চুরির রেকর্ড টপকানোর ব্যাপারে। তখন কোহলির বয়স ছিল ২৪ আর নামের পাশে শত রান ছিল ৯ টি। অশ্বিনের দাবী কোহলি নাকি তাকে বলেছিলেন ” একদিন ক্রিকেটে শচিনকে ছুয়ে ফেলব “।
যেভাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন কোহলি তাতে ক্যারিয়ার শেষে নামের পাশে পঞ্চাশের বেশি সেঞ্চুরি লেখা থাকলেও অবাক হবার কিছুই থাকবে না। কিন্ত বর্তমানে মুদ্রার অন্য পিঠও দেখেছেন তিনি। প্রায় ৩ বছর হতে চলল কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। শচীনের রেকর্ড তাই কোহলি ভেঙ্গে দিতে পারবেন কিনা তা সময়েই বলবে।