
অ্যালান ডোনাল্ড বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন প্রায় এক বছর হতে চললো। মূলত টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এসময়ে চোখে পড়ার মতো উন্নতিও হয়েছে টাইগারদের। নিজেদের দক্ষতা এবং সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন জাতীয় দলে। এরমধ্যে ঘনিয়ে আসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আর ভারতের মাটিতে এই বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকছেন ডোনাল্ড।
গত বছরের মার্চে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান ডোনাল্ড। সেসময় তার সঙ্গে চুক্তি হয়, ২০২২ সালের শেষদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। পরবর্তীতে সেই চুক্তির মেয়াদ বাড়িয়ে করা হয়, ভারতের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত। তারপরও আরেক দফা বাড়লো চুক্তির মেয়াদ। আর এই দফায় একেবারে ২০২৩ সালের প্রায় পুরো সময় জুড়ে কাজ করবেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।
এবছরের অক্টোবরে ভারতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে বাংলাদেশের প্রত্যাশার পারদটাও বেশি। একে তো এশিয়ার কন্ডিশনে বিশ্বকাপ, দ্বিতীয়ত নিজেদের প্রিয় ফরম্যাট। তাছাড়া ৫০ ওভারের খেলায় দলের বর্তমান ফর্ম এবং অবস্থান বিচারে, বড় স্বপ্ন দেখছেন টাইগাররা। আর সেই স্বপ্ন বাস্তবায়নে ভালো কোচের বিকল্প নেই। সেই চিন্তা থেকেই ডোনাল্ডকে রেখে দিয়েছে বাংলাদেশ।
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের কোচ হিসেবে ডোনাল্ডকে রেখে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই সাথে কোচিং প্যানেলের সকল স্টাফকে আগামী ২২ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। খেলোয়াড়দের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ব্যস্ততা শেষ হলে, ২৩ ফেব্রুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে জাতীয় দল।
এদিকে ফেব্রুয়ারির শেষদিকে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। এই সিরিজ দিয়ে বাংলাদেশ দলে পুনরায় কোচ হিসেবে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পেও দেখা যাবে এই শ্রীলংকান কোচকে।