
জনপ্রিয়তার দিক থেকে একসময় আইপিএলের পরেই অবস্থান ছিল বিপিএলের। কিন্তু এখন যেন জৌলুস হারিয়ে জীর্ণ অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নেই আগের মত তেমন উন্মাদনা। কিন্তু হঠাৎ করে এই লিগের জনপ্রিয়তা কমার কারণ কী? এবার এই কারণ জানালেন বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলা পাকিস্তানের ক্রিকেটার ওয়াহাব রিয়াজ।
বছর দুয়েক আগে গোটা বিশ্বে আক্রমণ করেছে করোনার ভয়াল থাবা। যার কারণে প্রায় দুই বছর পুরো বিশ্বের সব কার্যক্রম বন্ধ ছিল। বিশ্ব এখন স্বাভাবিক অবস্থায় এলেও এর প্রভাব এখনও পড়ছে জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে। পাকিস্তানের এই পেসার মনে করেন দুই বছর করোনা থাকার কারনে সমস্যায় পড়েছে পুরো বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই সঙ্গে আছে বিপএলও।
এক সাক্ষাৎকারে ওয়াহাব রিয়াজ বলেন, ” সময়ের সাথে সাথে ক্রিকেটের অনেক কিছু বদলে গেছে। গত দুই বছর করোনার কারনে পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগ কঠিন হয়েছে । সবকিছুর ওপর করোনার প্রভাব পড়েছে৷ আমার ধারণা বিপিএলের দারুন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ একটি টুর্নামেন্ট। এখানে ক্রিকেট সহজ নয়। ব্যাটার বা বোলার হিসেবে আসলে কন্ডিশনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সফলতা পেতে গেলে নিজের সেরাটা দিতে হবে। বিপিএলে স্পিনাররা ভালো করছে, পেসার হিসেবে আপনাকে খুব নিখুঁত হতে হবে পারফর্ম করার জন্য। এখানে বিভিন্ন দেশের সেরা ক্রিকেটাররাই খেলতে আসে। আমিও ভালো করার জন্য মুখিয়ে আছি।”
বিপিএল জৌলুস হারায়নি বলেও দাবি করেন রিয়াজ। তবে এডিআরএসের উপর নির্ভর না করে আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জোর দেন তিনি। তিনি বলেন, ” বিপিএল নিয়ে আলোচনা সমালোচনা চলছে, তবে এই টুর্নামেন্ট কিছুই হারায়নি। করোনা মানুষের জীবন ব্যবস্থা কঠিন করে দিয়েছে। গত দুই বছর সব ফ্র্যাঞ্চাইজি লিগকেও কঠিন অবস্থায় ফেলেছে করোনা। মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগছে। যত বেশি ক্রিকেট হবে, ততই অবস্থা ভালো হবে। বিপিএল এর মান ও সামনে ভালো হবে।
রিয়াজ আরো বলেন ” সত্যি কথা বলতে এডিআরএস সমস্যা তৈরি করছে। আমাদের সঙ্গেও এক ম্যাচে এমন হয়েছিল। যদি আমার পছন্দের কথা বলেন, এডিআরএস না রেখে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে দেব। এতে বিতর্ক কম হবে। এটা আসলে ব্যাটার ও বোলার দুজনের ক্ষেত্রেই সংশয় তৈরি করে। ম্যাচে তাই অহেতুক বিতর্কও হয়। বিতর্ক এড়াতে তাই আম্পায়ারদেরই বিচার করতে ও সেরাটা বেছে নিতে দেওয়া দরকার। আশা করি সামনের দিনগুলোতে বিপিএলে এই ব্যাপার গুলোতে জোর দেয়া হবে। “
এদিকে শুরু থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে বিপিএল। আম্পায়ারিং নিয়ে হচ্ছে জোর সমালোচনা। যদিও বিতর্কিত এই আম্পায়ারিংয়ের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। যেখানে আইসিসির নিয়ম আর এডিআরএসের নিয়মের মধ্যে দেখা গেছে বড় পার্থক্য। এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা থেমে নেই। ৬ জানুয়ারি থেকে মাঠে গড়িয়েছে বিপিএলের নবম আসর। আগামী ১৬ ফেব্রুয়ারি শেষ হবে এবারের আসরটি।