
ওয়েস্ট ইন্ডিজ সফরে হারের বৃত্তে বন্দি থাকা টাইগাররা অবশেষে ওয়ানডে সিরিজও জয় করেছে।নাসুম-মিরাজদের বোলিং নৈপুণ্য ও অধিনায়ক তামিমের হার না মানা হাফ সেঞ্চুরিতে ৯ উইকেট হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে, সিরিজ জয় নিশ্চিৎ করে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২০.৪ ওভারে জয় তুলে নেয় তামিম বাহিনী। যা উইকেট এবং ওভারের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
এদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্দান্ত এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি। বুধবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সাখাওয়াত মুন। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একদিনের ফরম্যাটে ৪৩ বার দেখায় উইন্ডিজের বিপক্ষে এটি ২০তম জয় লাল-সবুজের প্রতিনিধিদের। সবশেষ ১০ ম্যাচে টানা ১০ জয়। সব মিলিয়ে ৩৯৮টি ওয়ানডে ম্যাচে এটি ১৪২তম জয়। এই জয়ের মধ্যে দিয়ে ৩১তম দ্বিপাক্ষিক সিরিজ জয়ে স্বাদ পেল বাংলাদেশ।
সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন টাইগার কাপ্তান তামিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন টেস্ট ও টি-টোয়েন্টিতে বারবার চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হওয়ার পর, আমরা ওয়েনডে জিততে চেয়েছিলাম। শুধু আমি নই, দলের অন্য ১৫ জনও জিততে চেয়েছে। তাদের সবার আকাঙ্খার ফলেই এই জয়। তৃতীয় ম্যাচে টিম বাংলাদেশ জয় পেলেই ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হবে উইন্ডিজ।