
সাধারণত বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোতে, নিয়মিত দল পান না বাংলাদেশি ক্রিকেটাররা। যে একজন বিশ্বজুড়ে খেলে থাকেন, তিনি সাকিব আল হাসান। কিন্তু সেই সাকিবও শুরুতে দল পাননি, পিএসএল অষ্টম আসরের নিলামের সময়। বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল পিএসএলের ড্রাফটে। কিন্তু তাদের কিনতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে শেষ মুহুর্তে দল পান সাকিব।
সাকিবকে কিনে নিয়েছে পেশোয়ার জালমি। দলটির হয়ে এর আগেও পিএসএল মাতিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। সেবার পেশোয়ারের হয়ে ভালো পারফরম্যান্সও দেখিয়েছেন সাকিব। হয়তো এ কারণেই আরেকবার তাকে স্মরণ করেছে পুরনো দল। রিজার্ভ সাপ্লিমেন্টারী ক্যাটাগরি থেকেই সাকিবকে দলে ভেড়ায় পেশোয়ার। সেক্ষেত্রে তার দাম হবে ড্রাফটে থাকা ভিত্তিমূল্যের অংকটা।
অবশ্য রিজার্ভ সাপ্লিমেন্টারী থেকে সাকিবকে দলে ভেড়াতে চেয়েছে লাহোর কালান্দার্সও। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে – বলে মেলাতে পারেনি তারা। পরবর্তীতে সেই সুযোগটি লুফে নিয়েছে পেশোয়ার। দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় শেরফান রাদারফোর্ড হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলার সময়। তার অভাব পূরণ করতেই সাকিবকে নিয়েছে বাবর আজমের দল।
বিপিএল থেকে সাকিবের দল বিদায় নেওয়ায় শুরু থেকেই পেশোয়ার দলের সঙ্গে থাকছেন সাকিব। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএল খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপরই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে, বাংলাদেশে ফিরে আসবেন সাকিব। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সেই সিরিজ শেষে, পুনরায় পিএসএলে যাওয়ার সুযোগ থাকবে না তার। এদিকে সাকিবের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছে দলটির সমর্থকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন মাঠে তারা সাকিবের ম্যাজিক দেখার অপেক্ষায় আছেন।
এদিকে চলতি বিপিএলেও সাকিবের পারফরম্যান্সটা ছিলো চোখে পড়ার মতো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে রীতিমতো আলো ছড়িয়েছেন তিনি। চার – ছক্কার ফুলঝুরি ছড়িয়ে একের পর এক বড় ইনিংস খেলেছেন। সেইসাথে স্ট্রাইকরেটটাও রেখেছেন দেড়শোর উপরে। বল হাতেও যথেষ্ট কার্যকারীতা দেখিয়েছেন সাকিব। যদিও এবারের আসরে খুব বেশি উইকেট পাননি তিনি। সমর্থকদের প্রত্যাশা পিএসএলেও দুর্দান্ত সাকিবের দেখা মিলবে। সাকিব সমর্থকদের প্রত্যাশা কতোটা পূরন করতে পারেন সেটা হয়ত সময়েই বলবে।