
পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকার হাতে জনসম্মুখে অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়লেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। পরকীয়ার অভিযোগে নিজের প্রেমিকার হাতে জনসম্মুখে বেধড়ক মার খেলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও শেয়ার হওয়ার পর ভাইরাল হয় মুহুর্তের মধ্যেই। এরপর থেকেই আলোচনায় টিম অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যায়, তাকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলে দাবি করা হয়। ভিডিওটিতে দেখা যায়, ক্লার্ক তার প্রেমিকাকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তার প্রেমিকা জেড ইয়ারব্রো কিছুতেই মানতে চাইছে না। জনসম্মুখেই ক্লার্কের পরকীয়ার কথা বলে চড় মারতে থাকেন জেড। এরপরই বিব্রতকর অবস্থায় পড়েন ক্লার্ক। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ে।
ক্লার্কের সাবেক প্রেমিকা ছিলেন পিপ অ্যাডওয়ার্ডস। কিন্তু ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আর এরপরেই জেডের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ক্লার্কের সাবেক প্রেমিকার সঙ্গে পরকীয়ার অভিযোগ এনে চড় মারতে মারতে জেড বলেন, ” তুমি ওর ( সাবেক প্রেমিকার ) সঙ্গে ডিসেম্বরের ১৭ তারিখ ঘনিষ্ঠ হয়েছ। তুমি অসংখ্যবার ওর সঙ্গে এটি করেছ। ” তবে ক্লার্কের বর্তমান প্রেমিকা জেডকে বোঝানোর চেষ্টা করেন ক্লার্ক। তাকে বলতে শোনা যায়, ” বেবি তুমি ভুল করছ। ভুল করছ তুমি। “
শুধু তাই নয়, ক্লার্ক তার বর্তমান প্রেমিকার ভাইয়ের সঙ্গেও ঝামেলায় জড়ান। ছুটি কাটাতে কুইন্সল্যান্ড গিয়েছিলেন ক্লার্ক, বর্তমান প্রেমিকা জেড ইয়ারব্রো, ইয়ারব্রোর বোন জেসমিন এবং ইয়ারব্রোর ভাই স্টেফানোভিচ। আর সেখানে গিয়ে রাতে সমুদ্রের কাছে রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন সবাই। আর সেই সময় ক্লার্ককে তার সাবেক প্রেমিকার সঙ্গে পরকীয়ার অভিযোগ করেন জেড। কিন্তু সেটা অস্বীকার করেন ক্লার্ক। এরপরেই ঘটে মারপিটের ঘটনা।
ঘটনাটি এরপর দুজনের নাগালের বাইরে চলে যায়। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। ইয়ারব্রোর ভাই স্টেফানোভিচের কাছে সব প্রমাণ আছে বলেও দাবি করেন জেড। কিন্তু ক্লার্ক উত্তেজিত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। স্টেফানোভিচ তাকে শান্ত করতে আসলে মারামারি শুরু করে দেন ক্লার্ক। স্টেফানোভিচকে বেধড়ক চড়, কিল, ঘুষি মারতে থাকেন তিনি। জনসম্মুখে এমন ঘটনা ঘটায় আশেপাশের মানুষ পরিস্থিতি সামাল দিতে আসেন। আর এই ঘটনা ক্যামেরাবন্দী হলে ভাইরাল হয়ে যায় মুহুর্তের মধ্যেই।