Skip to main content

আজকের ট্রেন্ডিং

পন্থের মতো এক হাতে ছক্কা মারতে চান শাহিন শাহ আফ্রিদি! 

পন্থের মতো এক হাতে ছক্কা মারতে চান শাহিন শাহ আফ্রিদি! 

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময় যতই ঘনিয়ে আসছে, দুই দলের ভক্ত সমর্থকদের মাঝে উত্তেজনা ততই বাড়ছে। তবে সে উত্তেজনার ছিটেফোঁটাও দেখা মিলছেনা। দুদলের খেলোয়াড়দের মাঝে। বরং দুবাইয়ে আইসিসি একাডেমী মাঠে অনুশীলনের সময় সাক্ষাতে বেশ বন্ধুসুলভ রুপে দেখা গেছে শাহিন শাহ আফ্রিদি এবং ঋষভ পন্থদের।

শ্রীলঙ্কা সফরে হাঁটুতে চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানি পেসার শাহিন। তবে দলের সঙ্গে আছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শাহিনের যখন দেখা হয়, তখন চোটাক্রান্ত পায়ে বিশেষ ‘সাপোর্ট’ লাগিয়ে মাঠের ধারে বসে ছিলেন তিনি।

এসময় অনুশীলন শেষ করে হোটেলে ফেরার পথে  শাহিনকে দেখে একে একে ছুটে আসেন বিরাট কোহলি, ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহালরা।  শুভেচ্ছা বিনিময় করে শাহিনের চোটের ব্যাপারে খবর নেন সবাই।সেই ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।  

পন্থের সঙ্গে মজা করে শাহিন বলেন, ‘বন্ধু, ভাবছি এবার আমিও তোমার মতো ব্যাটিং শুরু করবো। এক হাতে ছক্কা মারবো।’ তাকে পরামর্শ দিয়ে ভারতীয় উইকেটরক্ষক বলেন, ‘স্যার, আপনি তো ফাস্ট বোলার। একটু পরিশ্রম করতেই হবে।’ এরপর অবশ্য পন্থ জানতে চান, ‘তোমার চোট সারতে কতদিন লাগবে?’ শাহিন বলেন, ‘পাঁচ সপ্তাহ।’

উল্লেখ্য, ২৮ আগস্ট মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এবারের এশিয়া কাপে উভয় দলের জন্যই এটি প্রথম ম্যাচ। দুদলের সর্বশেষ দেখা হয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে ১০ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। যেখানে ভারতের সেরা তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলিকে আউট করেছেন শাহিন।

আরো আজকের ট্রেন্ডিং

ক্রিকেট হাইলাইটস, ৭ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম টি২০)

বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম টি২০) – হাইলাইটস বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে আজ ৭ অক্টোবর নিউজিল্যান্ডে শুরু হয়েছিল বাংলা ওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সে বাংলা ওয়াশ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের...

ক্রিকেট হাইলাইটস, ০৬ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম ওডিআই)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম ওডিআই) – হাইলাইটস বৃষ্টির কারণে ম্যাচটা নেমে এসেছিল ৪০ ওভারে। সে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২৪৯ রানের বিশাল পুঁজি পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।...

ডিজাইন কপি করে তৈরি বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

আর কয়েক দিন পরেই ক্রিকেট ভক্তরা বুদ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইতিমধ্যেই বিশ্বকাপের এই আসরে অংশগ্রহনকারী দেশগুলোর অনেকেই জার্সি উন্মোচন করে ফেলেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, জার্সি উন্মোচন করে বেশ সাড়া...

রোহিত শর্মার অন্য রেকর্ড 

টি-টোয়েন্টি মানেই রেকর্ড ভাঙা-রেকর্ড গড়ার খেলা। আজ কেউ নতুন রেকর্ড গড়ছে তো কাল সেটা অন্য কেউ ভাঙছে। এবার মুশফিকের রেকর্ড ভেঙে ফেললেন ক্রিকেট বিশ্বের এ সময়ের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা।...