Skip to main content

আজকের ট্রেন্ডিং

নিজের ভুল বুঝতে পেরেছেন সাকিব আল হাসান

আমেরিকা থেকে শুক্রবার রাত ৩:০০ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় সাকিবকে বহনকারী ফ্লাইটটি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বিষয়ক সেই ফেইসবুক পোস্ট মুছে ফেলেন সাকিব আল হাসান। 

এর আগে ২ আগস্ট নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বেটউইনার নিউজের শুভেচ্ছা দূত হওয়ার বিষয়টি জানান তিনি।

তবে পাপনের কড়া হুশিয়ারিতে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হন সাকিব। চুক্তি বাতিলের পরও সেই পোস্ট দেখা যায় সাকিবের পেইজে। তবে শনিবার সকালেই সেই পোস্ট নিজের ফেইসবুক পেইজ থেকে সরিয়ে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

এদিকে শনিবার দুপুরে বিসিবি সভাপতি এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সাকিব। বৈঠক শেষে আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলও ঘোষণা করা হয়। সেই সাথে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান সাকিব। ফলে গত সপ্তাহ খানেকের জল্পনার অবসান হলো, অবশেষে সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তিনি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই ঘোষনা দেন। তিনি বলেন ” সাকিব  নিজের ভুল বুঝতে পেরেছে। আর এমন ভুল করবেনা বলেও অঙ্গীকার করেছে।   

এ নিয়ে তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সাকিব। ২০০৯ ও ২০১৭ সালে দুই দফায় এই ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন তিনি। সাকিবের অধীনে ২১ টি ম্যাচে ৭ টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে ২১ ম্যাচের ১৪ টি তেই হারের মুখ দেখতে হয়েছিল বাংলাদেশের।

আরো আজকের ট্রেন্ডিং

ক্রিকেট হাইলাইটস, ৭ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম টি২০)

বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম টি২০) – হাইলাইটস বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে আজ ৭ অক্টোবর নিউজিল্যান্ডে শুরু হয়েছিল বাংলা ওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সে বাংলা ওয়াশ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের...

ক্রিকেট হাইলাইটস, ০৬ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম ওডিআই)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম ওডিআই) – হাইলাইটস বৃষ্টির কারণে ম্যাচটা নেমে এসেছিল ৪০ ওভারে। সে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২৪৯ রানের বিশাল পুঁজি পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।...

ডিজাইন কপি করে তৈরি বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

আর কয়েক দিন পরেই ক্রিকেট ভক্তরা বুদ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইতিমধ্যেই বিশ্বকাপের এই আসরে অংশগ্রহনকারী দেশগুলোর অনেকেই জার্সি উন্মোচন করে ফেলেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, জার্সি উন্মোচন করে বেশ সাড়া...

রোহিত শর্মার অন্য রেকর্ড 

টি-টোয়েন্টি মানেই রেকর্ড ভাঙা-রেকর্ড গড়ার খেলা। আজ কেউ নতুন রেকর্ড গড়ছে তো কাল সেটা অন্য কেউ ভাঙছে। এবার মুশফিকের রেকর্ড ভেঙে ফেললেন ক্রিকেট বিশ্বের এ সময়ের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা।...