Skip to main content

দুর্ঘটনার পর প্রথম টুইট করে কি বার্তা দিলেন ঋষভ পন্থ? 

দুর্ঘটনার পর প্রথম টুইট করে কি বার্তা দিলেন ঋষভ পন্থ

গত ৩০ ডিসেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। এরপর থেকে হাসপাতালেই আছেন ভারতীয় এই ক্রিকেটার।  তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে থাকে পন্থের শারীরিক অবস্থার সব খবর। কিন্তু পন্থের কাছ থেকে এতদিন কোনো বার্তা আসেনি। ভক্ত – সমর্থকরাও যেন প্রিয় তারকার মুখ থেকে শুনতে চাচ্ছিলেন কেমন আছেন প্রিয় তারকা! এবার সমর্থকদের সুখবর দিয়ে দুর্ঘটনার পর প্রথমবারের মতো টুইট করলেন পন্থ নিজে। যেখানে ভক্ত – সমর্থকদের আশার বানীই শুনিয়েছেন তিনি।

দুর্ঘটনার শিকার হওয়ার পর জানা যায়, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে পন্থের। হাঁটুর লিগামেন্টে মারাত্মকভাবে ক্ষত হয়েছে। এরপর অস্ত্রোপচারও করা হয় তার। সংবাদ সূত্রে জানা যায়, তার অস্ত্রোপচার সফল হয়েছে। সুস্থ হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন তিনি। এবার টুইটারে  নিজেই বললেন কেমন আছেন তিনি। 

ভক্ত – সমর্থকদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পন্থ। অস্ত্রোপচার সফল হয়েছে বলেও জানান তিনি। এক টুইটে তিনি লেখেন, ” আমি সমস্ত সমর্থন এবং শুভেচ্ছার জন্য বিনীত এবং কৃতজ্ঞ। আমি আপনাদের জানাতে পেরে খুশি যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। পুনরুদ্ধারের রাস্তা শুরু হয়েছে এবং আমি সামনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত। বিসিসিআই, জয় শাহ এবং সরকারি কর্মকর্তাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার দিকে তাকিয়ে আছি। “

পন্থ বর্তমানে ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে আছেন। সেখানেই সুস্থ হওয়ার পথে এখন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানা যায়, তার হাঁটুর তিনটি লিগামেন্ট সম্পূর্ণ ছিঁড়ে গেছে। এরমধ্যে তৃতীয়টির অস্ত্রোপচার হয়েছে বলে জানা যায়। বোর্ড সূত্রে জানা যায়, তার চোটের ধরন অনেকটা জাদেজার মতো। পিঠের চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে জাদেজা। এখনো মূল দলে ফিরতে পারেননি তিনি। ফিটনেস টেস্ট দিয়ে দলে ফেরার অপেক্ষায় আছেন জাদেজা। 

আর পন্থের এই দুর্ঘটনার জন্য ভারতের বেশ কয়েকটি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। আসন্ন আইপিএলেও খেলতে পারবেন না তিনি। শুধু আইপিএলই নয়, ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন এই উইকেটরক্ষক  মারকুটে ব্যাটার। সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও খুব তাড়াতাড়ি মাঠে নামতে পারবেন না তিনি। সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে অনেক দিন। হাসপাতাল থেকে চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে তার হয়তো ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। ধারনা করা হচ্ছে চলতি বছর হয়তো  ক্রিকেটই খেলতে পারবেন না পন্থ।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ১৬ তম সংস্করণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: Jio Cinema) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সকে (জিটি) ৫ উইকেটে পরাজিত করে পঞ্চমবারের জন্য শিরোপা জিতে নিল মহেন্দ্র সিং ধোনির...

২০২৩ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে

Bangladesh ODI team. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images) ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হতে পাঁচ মাসও আর বাকী নেই। শিরোপা জয়ের জন্য ফেভারিট দলগুলির মধ্যে অন্যতম ভারত, অস্ট্রেলিয়া...

আইপিএল ২০২৩ ম্যাচ ৬২ঃ গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

ম্যাচ শেষে পয়েন্ট তালিকাShubman Gill. ( Photo Source: BCCI/IPL ) গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবারের আইপিেলেও সেই দারা বজা রাখল তারা। শুভমন গিলের দুর্ধর্, সেঞ্চুরীটাই সেই রাস্তাটা পরিস্কার...

আইপিএল ২০২৩, ম্যাচ ৬১: সিএসকে বনাম কেকেআর ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

Nitish Rana and Rinku Singh. (Image Source: IPL/BCCI) আইপিএল 2023-এর 61তম ম্যাচে, কলকাতা নাইট রাইডার্স এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে পরাজিত করে প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য...