
এইত কিছুদিন আগেই সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি করে আলোচনার শীর্ষে এখন শুভমন গিল। ২২ গজে আলোচনায় আসার সঙ্গে সঙ্গে ২২ গজের বাইরেও তাকে নিয়ে কম চর্চা হয়না। বারবারই লাস্যময়ী তরুণীদের সঙ্গে নিজের নাম জড়িয়ে সংবাদ শিরোনামে এসেছেন ভারতের এই ক্রিকেটার। এবার তার নামের সঙ্গে জুড়ল আরও এক নাম – সোনম বাজওয়া। মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গিলের আলোচনায় আসার কারণ এই সোনম বাজওয়া।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, সোনমের সঙ্গে হাত মেলাচ্ছেন শুভমন। সোনমপ্রীত বাজওয়া একজন মডেল এবং অভিনেত্রী। বেশকিছু পাঞ্জাবি, তেলেগু, তামিল ছবিতে দেখা গেছে তাকে। সোনমের সঙ্গে এই ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, এই সোনমের জন্যই দারুণ ছন্দে আছেন শুভমন। যদিও এ বিষয়ে কোনো কথা বলেননি ভারতীয় এই তরুণ ক্রিকেটার।
সোনমের আগে দুই সারার সঙ্গে নাম জড়িয়েছে শুভমনের। শচীন কন্যা সারা টেন্ডুলকারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে এক সময়। তাদেরকে একসঙ্গে দেখাও গিয়েছে। গুঞ্জন আছে, বিদেশে একসঙ্গে ছুটি কাটিয়েছেন, ডেট করছেন সারা – শুভমন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি সারা টেন্ডুলকার। আর প্রকাশ্যে তাদের সম্পর্কের কথাও স্বীকার করেননি।
শুধু এই সারা নয়, শুভমনের সঙ্গে নাম জড়িয়েছে আরও এক সারার। বলিউড সুপারস্টার সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এমনকি তাদের দু’ জনকে একসঙ্গে একটি রেস্তোরাঁয়ও দেখা গেছে। এরপরে আরও একবার দুজনকে প্রায় একই সঙ্গে দেখা গেছে এক ভিডিওতে। সেই ভিডিওতে দেখা যায়, সারা বেরিয়ে আসার পর এক যুবক বেরিয়ে আসে। দাবি করা হয়, ওই যুবক শুভমন। এরপর এক ছবিতে বিমানে সারা আলী খান – শুভমনের পাশাপাশি বসা এক ছবিও ভাইরাল হয়।
এ নিয়ে বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীনও হয়েছেন শুভমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্চালক তার কাছে এ ব্যাপারে সত্যিটা জানতে চেয়েছিলেন। শুভমন কিছুটা রহস্য রেখেই বলেছিলেন, ” সব সত্যি বলে দিলাম। ” আর এরপরে বিতর্ক আরও নতুন রূপ নেয়। সারা আলী খানের সাথে তাকে জড়িয়ে বেশি করে গুঞ্জনের ডালপালা মেলতে থাকে।
তবে সম্প্রতি সোনম বাজওয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সোনম নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিনি লিখেন, ” গিলের সাথে আমাকে জড়িয়ে যা হচ্ছে তার সবই মিথ্যা “। এদিকে কিছু সংবাদমাধ্যমের দাবি, শচীনকন্যা সারার সঙ্গেই নাকি গোপনে প্রেম চলছে শুভমনের। গোপনে বাগদানও সেরে ফেলেছেন তারা। যদিও এ বিষয়ে সারা – শুভমনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন।এমনকি গিল সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি করার পর অনেকেই টেন্ডুলকার পরিবারের আরেকটি ডাবল সেঞ্চুরি বলেও মন্তব্য করেন। সময়েই হয়ত বলে দিবে শেষ পর্যন্ত কার সাথে সাত পাকে বাধা পড়লেন টিম ইন্ডিয়ার এই নতুন সেনসেশন।