
ফিটনেস সমস্যার কারণে বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে আছেন হেটমায়ার। এবার সেই সমস্যা কাটিয়ে ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। আসন্ন ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে হেটমায়ারকে দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ক্যারিবিয়ানদের জার্সিতে সর্বশেষ গত টি–টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামা হেটমায়ার ফিরলেও দলে জায়গা হয়নি এভিন লুইসের। জানা গেছে, ফিটনেস সমস্যার কারণেই দলে রাখা হয়নি থাকে। এর আগে বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন গুতাকেশ মোতিও।
স্পিনার হিসেবে দলে আছেন আকিল হোসেন এবং হেইডেন ওয়ালশ জুনিয়র। এদিকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি দিয়ে যাত্রা শুরু হয়েছে ব্রায়ান লারা স্টেডিয়ামেরই। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাসেত্তেরের ওয়ার্নাক এবং লডারহিলে।
ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি দল:
নিকোলাস পুরান (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কাইল কায়ার্স, শামার ব্রুকস, শিমরন হেটমায়ার, ডেভন থমাস, রভম্যান পাওয়েল (সহ–অধিনায়ক), ওডিন স্মিথ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, কিমো পল, ডমিনিক ড্রেকস, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়, আকিল হোসেন এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।