Skip to main content

আজকের ট্রেন্ডিং

টেস্টে বাংলাদেশের একশতম হার

সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশের পরাজয়টা অনেকটা নিশ্চিত ছিল। তবে দেখার বিষয় ছিল, ইনিংস পরাজয় এড়াতে পারে কি না সফরকারীরা। কিন্তু তাতে আবার বৃষ্টির বাগড়া। খেলা শুরুর আগেই বৃষ্টির পেটে চলে গেলো চার ঘন্টার বেশি। তাই আশা জেগেছিল সেন্ট লুসিয়া টেস্টকে পঞ্চম দিনে নেওয়ার।

কিন্ত সেটি করতে হলেও শেষ চার উইকেট নিয়ে বাংলাদেশকে খেলতে হতো আরো ৩৮ ওভার। তবে তা সম্ভব হয়নি। তবে নুরুল হাসান সোহানের ৫০ বলে ৬০ রানের সুবাদে ইনিংস পরাজয় এড়িয়ে দশ উইকেটের বড় ব্যবধানে হারে সাকিব আল হাসানের দল।

এই পরাজয়ের মধ্য দিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে শততম হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষ ম্যাচ দিয়ে সাদা পোশাকের যাত্রা শুরু করে বাংলাদেশ। ২০২২ সালে এসে নিজেদের খেলা ১৩৪ তম ম্যাচে ১০০ তম হারের মুখ দেখল টাইগাররা।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সূচনীয় পরিসংখ্যানটা দেখলেই চোখ কপালে ওঠার মতো অবস্থা। সবমিলিয়ে ১৩৪ ম্যাচ থেকে জয়ের সংখ্যা মাত্র ১৬টি। বাকি ১৮ ম্যাচে কোনোরকম ড্র করতে সক্ষম হয়েছে ১০০ ম্যাচ হারা বাংলাদেশ। হিসাব করে দেখা যায়, গড়ে এক জয়ের বিপরীতে ছয়টি করে ম্যাচ হারে বাংলাদেশ।

জয়-পরাজয়ের অনুপাতে এমন পার্থক্য নেই আর কোনো দলের। তবে বাংলাদেশের আগে টেস্টে ১০০ ম্যাচ হারা দল আছে আরো আটটি। তবে তারা সবাই খেলেছে তিনশোর বেশি ম্যাচ। তাদের প্রত্যেকের মধ্যে জয়-পরাজয়ের মধ্যে রয়েছে ভারসাম্য। কিন্তু বাংলাদেশের বেলার সেটা পুরোটাই ভিন্ন।

টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে হারা দল ইংল্যান্ড। তারা ম্যাচও খেলেছে সবার চেয়ে বেশি, ১০৫১টি। যেখানে ৩৮১ ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা। তবে জয়ের সংখ্যায় তাদের চেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ৮৪২ ম্যাচ থেকে অজিদের জয় ৩৯৯টি, পরাজয় ২২৬টি।

উল্লেখ্য, জয়-পরাজয়ের হারে জিম্বাবুয়ের পরিসংখ্যানটাও বাংলাদেশের চেয়ে ভালো। স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে কয়েক বছর দূরে থাকা দলটি এখন পর্যন্ত খেলেছে ১১৫ ম্যাচ। যেখানে তারা ৭৪ ম্যাচে হারার বিপরীতে জয় পেয়েছে ১৩টি। অর্থাৎ আগামী ২৬ টেস্টের সবকটি হারলেও পরাজয়ের সেঞ্চুরি করতে ১৪১ ম্যাচ লেগে যাবে জিম্বাবুয়ের, যা বাংলাদেশের চেয়ে বেশি।

আরো আজকের ট্রেন্ডিং

ক্রিকেট ফ্রি টিপস | পাকিস্তান বনাম ইংল্যান্ড ২০২২: ২য় টেস্ট

পাকিস্তান বনাম ইংল্যান্ড এর ম্যাচ বিবরণ ম্যাচ: পাকিস্তান বনাম ইংল্যান্ড, ২য় টেস্ট | ইংল্যান্ডের পাকিস্তান সফর তারিখ: শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ সময়: ১০:৩০ (GMT +৫.৫) / ১১:০০ (GMT+৬) ফরম্যাট: টেস্ট...

এলপিএল ২০২২ ক্রিকেট ফ্রি টিপস | ডাম্বুলা অরা বনাম কলম্বো স্টারস: ৫ম ম্যাচ

ডাম্বুলা অরা বনাম কলম্বো স্টারস এর ম্যাচ বিবরণ ম্যাচ: ডাম্বুলা অরা বনাম কলম্বো স্টারস, ম্যাচ ০৫ | এলপিএল ২০২২ তারিখ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ সময়: ১৫:০০ (GMT +৫.৫) / ১৫:৩০...

ক্রিকেট হাইলাইটস, ০৭ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভারত (২য় ওডিআই)

বাংলাদেশ বনাম ভারত (২য় ওডিআই) – হাইলাইটস গতকাল শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল...

আইপিএলের পর এবার টি – টেন লিগে ধোনি!

আবু ধাবির টি - টেন লিগের আগামী আসরে দেখা যেতে পারে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলকে বিদায় দিয়ে যোগ দিতে পারেন আবুধাবির এই প্রতিযোগিতায়। এমন খবরে সরগরম...