
নিউজিল্যান্ড টিমের জন্য দুঃসংবাদ। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাট হেনরি। গত সপ্তাহে অনুশীলন করার সময় পাঁজরে ব্যথা অনুভব করেন নিউজিল্যান্ডের এই পেসার। সেই ব্যথা থেকে মুক্তি না মেলায়, ওয়ানডে সিরিজের আগে হেনরির বদলি হিসেবে বেন সিয়ার্সকে দলে ডেকেছে নিউজিল্যান্ডের নির্বাচকরা।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেন, ‘সফরের এই সময়ে দেশে ফেরা হেনরির জন্য হতাশাজনক। যদিও চোটটি গুরুতর নয়। তবে আমরা মনে করছি, খেলার সময় এটি আরো বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। সে ইতোমধ্যেই নিউজিল্যান্ডে ফিরে গেছেন এবং খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন।’
এদিকে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেনরির বদলি হিসেবে সুযোগ পাওয়া সিয়ার্স। সিয়ার্সের অন্তর্ভুক্তি নিয়ে স্টেড বলেন, ১৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে পাঁচ দিনের মধ্যে তিনটি খেলা। এখানে আমরা একজন সম্পূর্ণ ফিট ক্রিকেটারকে নেওয়া ভালো মনে করেছি।’
এদিকে নিউজিল্যান্ডের হয়ে এখনো ওয়ানডে অভিষেক হয়নি সিয়ার্সের। তবে ২০২১ সালে বাংলাদেশ সফরে কিউই দলে ছিলেন তিনি। সম্প্রতি আয়ারল্যান্ডস সফরেও খেলেছেন সিয়ার্স। যেখানে তিনটি উইকেটও শিকার করেছেন ২৪ বছর বয়সী এই পেসার। এছাড়া লিস্ট-এ ক্রিকেটে ২২ ম্যাচ থেকে ২৮ উইকেট নিয়েছেন তিনি।
সিয়ার্সকে নিয়ে স্টেড বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে সফল একটি সফর শেষ করে এসেছে সিয়ার্স। যদিও এখনো ওয়ানডে ক্রিকেট খেলেনি। আমরা বিশ্বাস করি, সে প্রস্তুত আছে। সে একজন অল্পবয়সী তরুণ সম্ভাবনাময়ী বোলার। আমরা তার গতি এবং দক্ষতা পছন্দ করি।