
দেশ থেকে হাজার মাইল দূরে ওয়েস্ট ইন্ডিজে ঈদ উদযাপন করল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় এক মাসের সফরে থাকা টাইগাররা ঈদের নামাজ আদায় করার পর ছবি তোলার উৎসবে মেতেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
শনিবার (৯ জুলাই) গায়ানার কুইন্সটাউন জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা। এরপর ঈদ উদযাপন হচ্ছে টিম হোটেলেই। সেখান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুভেচ্ছা বার্তায় রিয়াদ বলেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, পরিবারের সঙ্গে সবার ঈদ ভালো কাটবে। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিন।’ এছাড়া তরুণ পেসার শরীফুল ইসলাম ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ভিডিও বার্তায় বলেছেন, ‘সবাইকে ঈদ মুবারক। সবাই সুস্থ থেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন, এটাই আমাদের চাওয়া।’
এদিকে এবছর দুইটি ঈদ দেশের বাইরে পালন করেছেন মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলতে যাওয়ার কারণে ঈদুল ফিতরও ভারতে পালন করেছেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজে ঈদ করে তারকা এই পেসার বলেছেন, ‘ঈদ মুবারক। পরিবার-পরিজনদের নিয়ে কাটুক সবার ঈদ।’
এছাড়া নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে ঈদের ছবি প্রকাশ করে স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘ঈদ মুবারক। ঈদে আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করুন।’ এছাড়া তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসাইন শান্ত, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতাহার আলী খানও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।
ঈদের রাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।