Skip to main content

ওয়েস্ট ইন্ডিজে ঈদ করে শুভেচ্ছা জানাল ক্রিকেটাররা

Bangladesh cricketers celebrated Eid in the West Indies

The cricketers send Eid greetings after celebrating Eid in West Indies

দেশ থেকে হাজার মাইল দূরে ওয়েস্ট ইন্ডিজে ঈদ উদযাপন করল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় এক মাসের সফরে থাকা টাইগাররা ঈদের নামাজ আদায় করার পর ছবি তোলার উৎসবে মেতেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।

শনিবার (৯ জুলাই) গায়ানার কুইন্সটাউন জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা। এরপর ঈদ উদযাপন হচ্ছে টিম হোটেলেই। সেখান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুভেচ্ছা বার্তায় রিয়াদ বলেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, পরিবারের সঙ্গে সবার ঈদ ভালো কাটবে। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিন।’ এছাড়া তরুণ পেসার শরীফুল ইসলাম ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ভিডিও বার্তায় বলেছেন, ‘সবাইকে ঈদ মুবারক। সবাই সুস্থ থেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন, এটাই আমাদের চাওয়া।’

এদিকে এবছর দুইটি ঈদ দেশের বাইরে পালন করেছেন মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলতে যাওয়ার কারণে ঈদুল ফিতরও ভারতে পালন করেছেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজে ঈদ করে তারকা এই পেসার বলেছেন, ‘ঈদ মুবারক। পরিবার-পরিজনদের নিয়ে কাটুক সবার ঈদ।’

এছাড়া নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে ঈদের ছবি প্রকাশ করে স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘ঈদ মুবারক। ঈদে আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করুন।’ এছাড়া তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসাইন শান্ত, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতাহার আলী খানও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

ঈদের রাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

আরো আজকের ট্রেন্ডিং

SA20 ক্রিকেট লীগ: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগের টোয়েন্টি ওভার 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় নিজেদের  টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের নাম দিয়েছে ‘এসএ২০’(SA20)  SA20 ক্রিকেট লিগ কেন্দ্রের মঞ্চে আসর সাথে সাথে একটি ক্রিকেটিং উন্মোচিত হতে চলেছে। চলতি মাসের ১৯ সেপ্টেম্বর খেলোয়াড়দের নিলামি হবে।...

সুপার স্ম্যাশ উইমেন্স টি-টোয়েন্টি: উইমেন্স ক্রিকেটের ক্রিকেটিং গৌরব

মহিলাদের ক্রিকেটের উজ্জ্বল বিশ্বে, সুপার স্ম্যাশ উইমেন্স টি-টোয়েন্টি লিগ শ্রেষ্ঠত্ব হিসাবে আবির্ভূত হয়, যা ক্রিকেটের গৌরব যা খেলাধুলায় উইমেন্সদের স্থিতিস্থাপকতা, শক্তি এবং নিখুঁত প্রতিভাকে প্রতিধ্বনিত করে। লিগের উত্তেজনা উন্মোচিত হওয়ার...

সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি লীগ: ছক্কা, উইকেট এবং ক্রিকেটের গৌরব

টি-টোয়েন্টি ক্রিকেটের প্রফুল্ল ল্যান্ডস্কেপে, সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি লিগ একটি রোমাঞ্চকর টি-টোয়েন্টি লীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা ছক্কা, উইকেট এবং অবিরাম গৌরবের বর্ণনার প্রতিশ্রুতি দেয়। লিগ উন্মোচিত হওয়ার সাথে সাথে, ক্রিকেট...

আবুধাবি টি ১০-এ ডেকান গ্ল্যাডিয়েটরসের টাইটেল স্পন্সর হিসেবে BJ Sports-এর রোমাঞ্চকর যাত্রা শুরু

আবুধাবি টি ১০ ক্রিকেট লিগের ক্রিকেট ভক্তদের জন্য BJ Sports এর রোমাঞ্চকর যাত্রা শুরু , বর্তমান চ্যাম্পিয়ন, ডেকান গ্ল্যাডিয়েটরস BJ Sports- এর সাথে টাইটেল স্পন্সর হিসেবে অংশীদারিত্ব ঘোষণা করেছে এবং...