
এইত কিছুদিন আগেও রান খরায় ভুগেছেন, লম্বা সময় ধরে সেঞ্চুরির দেখা পাননি, সব মিলিয়ে বেশ ছন্নছাড়া অবস্থায় ছিলেন বিরাট কোহলি। চতুর্দিক থেকে ঘিরে ধরেছিলো সমালোচনা। সময়টা খারাপ যাওয়ায় সবকিছুতেই নিরব ভূমিকা পালন করে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। অবশেষে গেল বছর এশিয়া কাপে ১০২০ দিন পর পান সেঞ্চুরি। সেই যে ফর্মে ফিরেছেন এরপর থেকে কোহলির ব্যাটে মধুচন্দ্রিমা যেন চলছেই। ব্যাট হাতে দিয়ে যাচ্ছেন সমালোচনার জবাব। রান এবং শতক, দুটোই পাওয়া শুরু করেছেন ফের। ভালো খেলার পুরস্কারটা হাতেনাতে পাচ্ছেন কোহলি।
সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি শতক হাঁকিয়েছেন কোহলি। প্রথম ম্যাচে শতকের পর দ্বিতীয় ম্যাচের যেন অচেনা এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু তৃতীয় ম্যাচে আবারো ফিরলেন জাদুকরী রূপে, তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়ে। ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান কোহলি। একইসাথে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে উঠে এলেন ভারতীয় তারকা।
আইসিসির সর্বশেষ হালনাগাদে দেখা যাচ্ছে, ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে দুই ধাপ উন্নতি হয়েছে কোহলির। বর্তমানে ৭৫০ রেটিং পয়েন্ট নিয়ে, সেরা চার নম্বর ওয়ানডে ব্যাটসম্যান এই ভারতীয় ব্যাটার। অন্যদিকে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। পাকিস্তানি অধিনায়কের রেটিং পয়েন্ট ৮৮৭। এছাড়া দুই ও তিন নম্বরে আছেন, দুই দক্ষিণ আফ্রিকান রাসি ভ্যান ডার ডাসেন এবং ডি কক।
এদিকে কোহলি বর্তমানে যে ফর্মে আছেন, তাতে র্যাংকিংয়ের শীর্ষ স্থান ফের দখল করতে পারেন তিনি। অবশ্য সে পথটাও তার চেনাজানা। ওয়ানডেতে শীর্ষ ব্যাটসম্যান হিসেবে এর আগেও রাজত্ব করেছেন তিনি। এবার অবশ্য বাবরের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্যটা বেশ চোখে পড়ার মতো, ১৩৭! বাবরের সঙ্গে পাল্লা দিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থান ফের দখল করতে হলে, ধারাবাহিকভাবে রান করতে হবে কোহলিকে।
যদিও রেটিং পয়েন্ট, র্যাঙ্কিং, এসব নিয়ে মোটেও ভাবছেননা এই রান মেশিন। কোহলির কাছে দলের জয়ে অবদান রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ভারতীয় তারকার পরিকল্পনা একেবারে ভিন্ন। পাখির চোখ করছেন, এবছরের শেষদিকে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপকে। সেই আসরে নিজের ব্যাটিং সাফল্য দেখিয়ে, নিজের দেশকে শিরোপা উপহার দিতে চান কোহলি। সেইসাথে লম্বা সময়ের শিরোপা খরা ঘুচিয়ে, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান এই ব্যাটসম্যান।