পাকিস্তান ক্রিকেট দলের পেস বোলিং কোচের পদটা আপাতত খালি। শন টেইটের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। সেই সময় ঘনিয়ে আসার সাথে সাথে নতুন আলোচনা শুরু হয়েছে, কে হচ্ছে পাকিস্তানের নতুন বোলিং কোচ? এখন পর্যন্ত এ বিষয়ে পিসিবির পক্ষ থেকে কিছু জানানো না হলেও, বেশকিছু নাম শোনা যাচ্ছে কোচ হওয়ার দৌঁড়ে।
এমন আলোচনার মাঝে ঘি ঢেলেছেন দেশটির ওয়াকার ইউনুস। কোচিং পদে আসবেন না সাফ জানিয়ে দেন সাবেক এই পেসার। এক টুইট বার্তায় তিনি লিখেন, ” বেশকিছু ধরে দেখছি, পাকিস্তান দলের বোলিং কোচ নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে পিসিবির পক্ষ থেকে আমাকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আমি নিজেও এই পদের জন্য আগ্রহী নই। সুতরাং, আমার পুনরায় কোচ হওয়ার সম্ভাবনা নেই। “
ওয়াকার যেখানে না করেছেন, সেই পদ নিতে মুখিয়ে আছেন ওমর গুল। সাবেক এই পাকিস্তানি পেসার এক সাক্ষাতকারে জানান, নিজ দেশের হয়ে কাজ করতে পারলে সম্মানিত বোধ করবেন তিনি। নিজের ইচ্ছার কথা জানিয়ে গুল বলেন, ” আমি এখন সম্পূর্ণ ফ্রি আছি। পাকিস্তান দলের জন্য কোচ হিসেবে কিছু অর্জন করতে চাই। পিসিবি থেকে আমন্ত্রণ পেলে, আমি সবসময় কাজ করতে রাজি। “
এদিকে গুঞ্জন আছে, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যোগ দিচ্ছেন শোয়েব আখতার। যদিও বোলিং কোচ হিসেবে নয়, বোলিং পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দিতে চায় পিসিবি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ইতোমধ্যে শোয়েবকে প্রস্তাব দেওয়া হয়েছে পিসিবির পক্ষ থেকে। বোর্ডের সেই প্রস্তাবে রাজিও হয়েছেন সাবেক এই পেসার। একইসাথে দেশের ক্রিকেটের জন্য কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আমুল পরিবর্তন এসেছে পিসিবিতে। রমিজ রাজাকে সরিয়ে সভাপতির চেয়ারে বসেছেন নাজাম শেঠি। এরপর থেকেই একে একে সব পদের কর্মকর্তা বদলাচ্ছেন তিনি। নির্বাচক প্যানেলে থেকে শুরু করে, সবকিছু নিজের মতো করে ঢেলে সাজাচ্ছেন শেঠি। এবার পিসিবির পরিকল্পনা, শোয়েবের অভিজ্ঞতা কাজে লাগানোর। এজন্য তাকে নিয়োগ দিতে যাচ্ছে তারা।