
ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ বছর অস্ট্রেলিয়ার মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সফর করবে টাইগাররা। তবে এই সফরে বিশ্বকাপের কোনো ছাপ থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নান্নু বলেন, ” ভালো স্কোয়াড যেটা দেব, সেটা এশিয়া কাপ থেকে শুরু হবে। এশিয়া কাপের যে স্কোয়াডটা হবে, আমাদের বিশ্বকাপের ভাবনা ওখান থেকেই শুরু হবে।’
এ সময় দলের ব্যর্থতা প্রসঙ্গে নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে টিম ম্যানেজমেন্টের সবাই আলোচনা করছে। কোন দিকে উন্নতি করা যায়, কেন আমরা পিছিয়ে যাচ্ছি? কেন আমরা এগোতে পারছি না? এসব নিয়ে গত বিশ্বকাপের পর থেকে আমরা আলোচনা করছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা যাওয়ার পর আমরা টিম ম্যানেজমেন্টের সাথে আবারো বসব।
বিসিবির প্রধান নির্বাচক আরো বলেন, ‘জিম্বাবুয়েতে একটি তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ আছে। জিম্বাবুয়ের পরেই এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে। এখান থেকে আমাদের পুরো বিশ্বকাপের ভাবনাটা শুরু হবে। জিম্বাবুয়ে সিরিজের পরেই আমরা পুরোপুরি ফাইনাল একটা সিদ্ধান্তে আসবো।’
জিম্বাবুয়ে সফরের দল নিয়ে নান্নুর বক্তব্য, ‘আমরা মূল দলই দিচ্ছি। যেহেতু তিনটি টি-টোয়েন্টি এবং সামনে বিশ্বকাপ আছে, সেই হিসেবে একটা প্রস্তুতিরও ব্যাপার আছে। এখন চিন্তাভাবনা করছি না। তবে কিছু তরুণকে সুযোগ দেওয়ার ভাবনা আছে। দেখা যাক, আমরা তো এখনো কাজের মধ্যে আছি। এক দুই দিনের মধ্যে দল গঠন করে ফেলব।’