Skip to main content

ইনজুরি নিয়ে নয়, শুধু নিজের খেলা নিয়ে ভাবতে চাই : তাসকিন

ইনজুরি নিয়ে নয় শুধু নিজের খেলা নিয়ে ভাবতে চাই তাসকিন

চোট যেন পিছুই ছাড়ছেনা বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ এর। চোটের কারণে তাকে দল থেকে ছিটকে যেতে হয় প্রায় সময়ই। চোটে পড়ে গেল বছরে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডের পর খেলতে পারেননি প্রথম টেস্টে। তবে আপাতত চোট নিয়ে চিন্তা করতে চান না এই ফাস্ট বোলার। 

বিপিএলের চলতি আসরে তাসকিন আছেন ঢাকা ডমিনেটরসের দলে। গত আসরে তিনি খেলেছিলেন সিলেট সানরাইজার্সের হয়ে। সেই সময় চোটে পড়ে টুর্নামেন্টের মাঝপথ থেকেই ছিটকে যান তিনি। চোট নিয়ে চিন্তা করলে মানসিক ভাবে পিছিয়ে পড়েন বলে চোট নিয়ে এবার  তাই চিন্তাই করতে চান না টিম বাংলাদেশের স্পিড স্টার। 

চোটে পড়া নিয়ে তাসকিন এক সাক্ষাৎকারে  বলেন, ” আমার ক্যারিয়ারে সবচেয়ে ক্ষতি করেছে ইনজুরি। কিন্ত  কিছু করার নাই,আমি তো ইচ্ছা করে চোটে পড়ি না। সতর্ক থাকলেও ইনজুরিতে পড়ি, মনে হয় না এটার কোনো শেষ আছে । আমার সামনে অনেক খেলাও আছে। ইনজুরি  নিয়ে বেশি চিন্তা করলে মানসিক দিক দিয়ে পিছিয়ে যাই, তাই এসব নিয়ে  চিন্তা না করে শুধু খেলা নিয়ে ভাবতে চাই “।  

ইনজুরিকে জীবনের অংশ  মেনেই এগিয়ে যেতে চান তিনি। তাসকিন বলেন, ” ইনজুরি এখন যেন জীবনের একটা অংশ হয়ে গেছে। বর্তমানে  ভালো অবস্থায়  আছি। শেষ সিরিজে দুটি ম্যাচ, একটি টেস্ট খেলার পর ভালো লাগছে। সব সময় ছন্দে থাকতে চাই, দলের হয়ে অবদান রাখতে চাই, চোট হলে ছন্দপতন হয়। তবে ফাস্ট বোলার হিসেবে ইনজুরি থাকবেই। মেনে নিয়েই খেলতে হবে। আমিও মেনে নিয়েছি৷ আগে এসব নিয় ভীষণ দুঃশ্চিন্তা করতাম এখন ইনজুরিকে জয় করেই এগিয়ে যেতে চাই “। 

তাসকিন আরও বলেন, ” মাঠে সব সময় নিজের সেরাটা দিতে চাই।  যখন খেলতে নামি, তখন তো চাপ কাজ করেই। বিপিএলে শেষ দুই বছর আইকন হিসেবে আসছি,এটা আমার পরিশ্রমের ফল।  ভালো খেলার  বাড়তি চাপ থাকবেই। ক্রিকেটে এটা স্বাভাবিক ব্যাপার, এসব সামলে নিয়েই ভালো খেলার চেষ্টা করব। “। 

বিপিএলে তার দল ঢাকা ডমিনেটরসকে কাগজে কলমে  ফেভারিট বলছেননা অনেকেই। তবে তাসকিন আস্থা রাখতে চান দলের ওপর। তিনি আরো  বলেন, ” ক্রিকেট অনিশ্চয়তা খেলা। হ্যা কাগজে কলমে অনেকের চেয়ে আমরা ছোট দল। তবে আমাদের ঘরোয়ার কিছু প্লেয়ার আছে, যারা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আর মাঠের ২২ গজে যে কোন সময় যে কোন কিছুই হতো  পারে। মাঠে পারফর্ম করাটাই আসল  “।

গত আসরের চেয়ে কিছুটা উন্নতি করাই এখন  তাসকিনের কাছে প্রধান চ্যালেঞ্জ  ”  বিসিএল, এনসিলে আমাদের অনেকেই দারুণ পারফর্ম করেছে। ভারত সিরিজে  অ্যালান   ডোনাল্ড আমাদের অনেককে নিয়ে কাজ করেছে। গত বছরের চেয়ে ভালো করতে চাই। যদি  ৫ শতাংশও উন্নতি করতে পারি, তাহলে ক্যারিয়ারের জন্য দারুন হবে,  এটাই এখন আমার প্রধান  চ্যালেঞ্জ। 

বিপিএলের এই আসরে ঢাকা ডমিনেটেরস তাসকিনকে নিয়েছে সরাসরি চুক্তিতে । ২০১৩ সালে বিপিএলে অভিষেক হয়েছিল তাসকিনের। সেবছর তার দল ফাইনালে খেলেছিল। কিন্তু এরপর থেকে আর কোনো মৌসুমে ফাইনাল খেলতে পারেননি তিনি। তবে চলতি বিপিএলে ইনজুরিতে না পড়লে ভালো কিছু করার প্রত্যাশা করছেন টিম বাংলাদেশের গতি তারকা।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ১৬ তম সংস্করণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: Jio Cinema) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সকে (জিটি) ৫ উইকেটে পরাজিত করে পঞ্চমবারের জন্য শিরোপা জিতে নিল মহেন্দ্র সিং ধোনির...

২০২৩ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে

Bangladesh ODI team. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images) ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হতে পাঁচ মাসও আর বাকী নেই। শিরোপা জয়ের জন্য ফেভারিট দলগুলির মধ্যে অন্যতম ভারত, অস্ট্রেলিয়া...

আইপিএল ২০২৩ ম্যাচ ৬২ঃ গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

ম্যাচ শেষে পয়েন্ট তালিকাShubman Gill. ( Photo Source: BCCI/IPL ) গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবারের আইপিেলেও সেই দারা বজা রাখল তারা। শুভমন গিলের দুর্ধর্, সেঞ্চুরীটাই সেই রাস্তাটা পরিস্কার...

আইপিএল ২০২৩, ম্যাচ ৬১: সিএসকে বনাম কেকেআর ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

Nitish Rana and Rinku Singh. (Image Source: IPL/BCCI) আইপিএল 2023-এর 61তম ম্যাচে, কলকাতা নাইট রাইডার্স এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে পরাজিত করে প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য...