Skip to main content

আজকের ট্রেন্ডিং

আবার বিশ্বকাপ জিততে চায় বাংলাদেশ

Bangladesh wants to win the World Cup again

২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঘরে তুলেছিল বাংলাদেশ। যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা। তবে গেল আসরে বাজে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশি যুবারা। এজন্য করোনা ভাইরাসের কারণে প্রস্তুতির অভাবকেই দায়ী করা হচ্ছে।

তবে আবারো বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ। ২০২৪ সালের বিশ্বকাপের জন্য ইতোমধ্যে শুরু হয়েছে দল বাছাই। নিয়ে আসা হয়েছে হাই প্রোফাইল কোচ। প্রধান কোচ হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল এবং ব্যাটিং পরামর্শক হিসেবে থাকছেন ভারতের ওয়াসিম জাফর।

ক্যাম্প শুরুর আগে মিরপুরে প্রেস কনফারেন্স কক্ষে হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউসার জানিয়েছেন আগামী দেড় বছরে তাদের পরিকল্পনার কথা।

এসময় নতুন দুই কোচকেও পরিচয় করিয়ে দেন তিনি। কাউসার বলেছেন, ‘আমাদের হাতে দেড় বছর সময় আছে। প্রথম এক বছর আমরা লাল বল ও সাদা বল দুটোতেই মনোযোগ দেব। হোম এবং অ্যাওয়ে যে সিরিজগুলো আছে আমাদের, প্রতিটিতেই একটি করে চারদিনের ম্যাচ আছে।’

কাউসার আরো বলেছেন, ‘প্রথম একবছর ওয়ানডে ও লংগার ভার্সনে মনোযোগ দেব। জুন পর্যন্ত, অন্তত তিনটি সিরিজ হবে। এটা সম্ভবত পাকিস্তান, আফগানিস্তান ও বিভিন্ন জায়গায় পরিকল্পনা আছে। এরপর বিশ্বকাপের জন্য আমাদের হাতে থাকবে ৬ মাস। তখন ওয়ানডেতে বেশি ফোকাস করবো। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা।’

আরো আজকের ট্রেন্ডিং

ক্রিকেট হাইলাইটস, ৭ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম টি২০)

বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম টি২০) – হাইলাইটস বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে আজ ৭ অক্টোবর নিউজিল্যান্ডে শুরু হয়েছিল বাংলা ওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সে বাংলা ওয়াশ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের...

ক্রিকেট হাইলাইটস, ০৬ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম ওডিআই)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম ওডিআই) – হাইলাইটস বৃষ্টির কারণে ম্যাচটা নেমে এসেছিল ৪০ ওভারে। সে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২৪৯ রানের বিশাল পুঁজি পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।...

ডিজাইন কপি করে তৈরি বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

আর কয়েক দিন পরেই ক্রিকেট ভক্তরা বুদ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইতিমধ্যেই বিশ্বকাপের এই আসরে অংশগ্রহনকারী দেশগুলোর অনেকেই জার্সি উন্মোচন করে ফেলেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, জার্সি উন্মোচন করে বেশ সাড়া...

রোহিত শর্মার অন্য রেকর্ড 

টি-টোয়েন্টি মানেই রেকর্ড ভাঙা-রেকর্ড গড়ার খেলা। আজ কেউ নতুন রেকর্ড গড়ছে তো কাল সেটা অন্য কেউ ভাঙছে। এবার মুশফিকের রেকর্ড ভেঙে ফেললেন ক্রিকেট বিশ্বের এ সময়ের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা।...