
২০২২ সাল শেষ হয়েছে, প্রায় মাস খানেক হতে চললো। নতুন বছরের ক্রিকেটীয় ব্যস্ততা শুরু হয়ে গেলেও, পুরনো বছরের হিসাব নিকাশ এখনো শেষ হয়নি। এরমধ্যে ২০২২ সালের সেরা টেস্ট দল নির্বাচন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে সবচেয়ে বেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে। আর সেই দলের নেতৃত্বের দায়িত্বে আছেন বেন স্টোকস।
এবারের আইসিসি বর্ষসেরা টেস্ট দলে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন ৩ জন ক্রিকেটার। বর্ষসেরা দলের বাকি চার ক্রিকেটার হলেন – ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তানের মতো দলগুলো থেকে বর্ষসেরা দলে জায়গা হয়নি কোনো ক্রিকেটারের।
বর্ষসেরা দলের অধিনায়ক হিসেবে সুযোগ পাওয়া স্টোকসের জন্য গেল বছরটা কেটেছে স্বপ্নের মতো। টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে জুটি গড়ে খেলার ধরনটাই পাল্টে দিয়েছেন ইংলিশ অধিনায়ক। ব্যতিক্রমী আর সাহসী নেতৃত্বে ২০২২ সালে মোট ৯টি জয় এনে দিয়েছেন স্টোকস। এছাড়া ব্যাট হাতে ৩৬.২৫ গড়ে ৮৭০ রান এবং বল হাতে ২৬টি উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।
গেল বছর টেস্ট ক্রিকেটে ছড়ি ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের সেই সাফল্যের পেছনে অবদান রাখা ক্রিকেটারদের মধ্যে অন্যতম দুইজন, উসমান খাজা এবং মার্নাস লাবুশানে। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা দুই টপ অর্ডার ব্যাটসম্যান এবার আইসিসির চোখে সেরা। ওয়েস্ট ইন্ডিজের ক্রেইক ব্রাথওয়েটের সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে খাজাকে। অপরদিকে লাবুশানে সুযোগ পেয়েছেন তিন নম্বরে।
২০২২ সালে বরাবরি সাফল্য পেয়েছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক বর্ষসেরা দলের চার নম্বরে আছেন। পাঁচ নম্বর জায়গাটি ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর। যদিও বছরের শেষদিকে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে চোটে পড়ার আগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বেয়ারস্টো। বেয়ারস্টো থাকলেও, বর্ষসেরা দলের উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে ভারতের ঋষভ পন্থকে।
আইসিসি বর্ষসেরা টেস্ট দল:
বেন স্টোকস (অধিনায়ক), উসমান খাজা, ক্রেইগ ব্রাথওয়েট, মার্নাস লাবুশানে, বাবর আজম, জনি বেয়ারস্টো, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথান লায়ন এবং জেসম অ্যান্ডারসন।