Skip to main content

আজকের ট্রেন্ডিং

আইপিএলের শুরুতেই মেয়েদের কাছে ছেলেদের হার

আইপিএলের শুরুতেই মেয়েদের কাছে ছেলেদের হার

প্রথম বারের মতো মহিলা ক্রিকেট দলের আইপিএল আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই )। ভারতের মহিলা ক্রিকেটে এই প্রতিযোগিতার নাম রাখা হলো উইমেন্স প্রিমিয়ার লিগ। মাঠে নামার আগেই এই লিগ পরাজিত করল ছেলেদের আইপিএলকে। ছেলেদের প্রথম আইপিএল বনাম মেয়েদের প্রথম আইপিএলে টাকার অঙ্কে ছেলেদের টপকে গেল মেয়েরা। 

বোর্ড সূত্রে খবর, ২০০৮ সালের ছেলেদের আইপিএলকে টপকে গেল উইমেন্স প্রিমিয়ার লিগ। বিসিসিআই সচিব জয় শাহ এক টুইটের মাধ্যমে ব্যাপারটি জানান। টুইটে তিনি লিখেন, ” ক্রিকেটের একটি ঐতিহাসিক দিন। উইমেন্স প্রিমিয়ার লিগ প্রথম বছরেই ছাপিয়ে গেল ছেলেদের ২০০৮ সালের আইপিএলকে। যারা জিতল তাদের শুভেচ্ছা জানাই। মোট দর উঠল ৪৬৬৯ কোটি ১৯ লক্ষ টাকা। ” 

২০০৮ সালে আইপিএলে দলগুলোর মোট দর ছিল ৭২৯.৫৯ মিলিয়ন ডলার। সে হিসেবে এবারের মহিলাদের দল এগিয়েই আছে বলে জানালেন জয় শাহ। টুইটে তিনি আরও লেখেন, ” মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন একটা যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগত বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা “

উইমেন্স প্রিমিয়ার লিগে সবথেকে বেশি দামে দল কিনল আদানি স্পোর্টসলাইন প্রাইভেসির লিমিটেড। তাদের দল খেলবে আহমেদাবাদ শহর থেকে। ১২৮৯ কোটি টাকা দিয়ে দল কিনল তারা। দামের বিচারে আদানির পরে আছে ইন্ডিয়া উইন স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ৯১২ কোটি ১১ লক্ষ টাকা দিয়ে দল কিনেছে তারা। তাদের দল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলটি ৯০১ কোটি টাকায় কিনে নেওয়া হয়। জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট ৮১০ কোটি টাকায় কিনল দিল্লির দল৷ লক্ষ্মৌয়ের দল কিনেছে গ্লোবাল হোল্ডিংস। এর জন্য তাদের গুনতে হয়েছে ৭৫৭ কোটি টাকা।

উল্লেখ্য, ছেলেদের আইপিএল শুরু হবে আগামী মার্চে। ২৫ মার্চ মাঠে গড়াবে প্রথম ম্যাচ। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে। একটানা দুই মাস চলবে এই আসর। আর ছেলেদের আইপিএল হওয়ার আগেই হওয়ার কথা মহিলা আইপিএল। আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে মহিলা আইপিএলের প্রথম আসর।

এদিকে এই আইপিএলও কোনো কিছুর কমতি রাখছে না বিসিসিআই। প্রতিযোগিতার সম্প্রচার সত্ত্ব পাওয়ার জন্যও কম লড়াই হয়নি। শেষ পর্যন্ত ভায়াকাম ১৮ আগামী পাঁচ বছরের ( ২০২৩ – ২০২৭ ) জন্য  সম্প্রচার সত্ত্ব কিনে নেয় তারা। ধারণা করা হচ্ছে প্রথম আসরেই সাড়া ফেলবে নারীদের আইপিএল।

আরো আজকের ট্রেন্ডিং

ডাব্লুউপিএল অরেঞ্জ এবং পার্পেল ক্যাপ বিজেতা হলেন যথাক্রমে মেগ ল্যানিং এবং হেইলি ম্যাথুস

Meg Lanning and Hayley Matthews. (Photo Source: WPL)ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুম শেষ হল। মেগ ল্যানিংয়ের দল দিল্লি ক্যাপিটালসকে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা...

আরসিবি আনবক্স ইভেন্টে নতুন জার্সি প্রকাশ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

RCB Jersey. (Photo Source: Twitter)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণের মাত্র পাঁচ দিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি আনবক্স ইভেন্টে তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। জার্সি প্রকাশের সময়ে অধিনায়ক ফাফ ডু...

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরুসুমে শিরোপা জিতল হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স

Mumbai Indians. (Photo Source: Twitter/WPL)ডাব্লুউপিএলের প্ৰথম বিজেতা হল মুম্বাই ইন্ডিয়ান্স। মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসকে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করল হারমানপ্রিত কউরের দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার...

নো-বল নাকি বৈধ ডেলিভারি? বিতর্কিত সিদ্ধান্তে আউট শাফালি ভার্মা

Shafali Verma’s dismissal. (Photo Source: Jio Cinema)উইমেন’স প্রিমিয়ার লিগ ২০২৩-এর ফাইনাল একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে শুরু হয়েছিল যখন ইসি ওয়ং ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে শাফালি ভার্মাকে আউট করেছিলেন।...