
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অ্যালেক্স হেলস। সেই পারফরম্যান্স টেনে নিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগেও। শুধু ভালো ছন্দে আছেন তা নয়, ব্যাট হাতে রীতিমতো রাজত্ব করে চলেছেন এই ইংলিশ ওপেনার। টুর্নামেন্টে রান সংগ্রহের দিক থেকে, তার ধারেকাছেও নেই কেউ।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে ডেসার্ট ভাইপার্সের হয়ে খেলছেন হেলস। টুর্নামেন্টের শুরু থেকেই নিজের সহজাত ব্যাটিংটাই করে যাচ্ছেন তিনি। চার – ছক্কার ফুলঝুরিতে দর্শকদের যেমন বিনোদিত করছেন, তেমনি ব্যক্তিগত সাফল্যের পরিসংখ্যানটাও উপরের নিয়ে যাচ্ছেন হেলস। আইএলটি যেহেতু এবারই শুরু হয়েছে, তাতে টুর্নামেন্টের প্রথম শতকের দেখা মিলেছে মারকুটে হেলসের ব্যাটে।
এখন পর্যন্ত ৫ ম্যাচে খেলেছেন হেলস। যেখানে ৫ ইনিংসে ব্যাটিং করে মোট ৪১৮ রান করেছেন তিনি। আইএলটিতে ডেসার্ট ওপেনারের ব্যাটিং গড় ১৩৯.৩৩। তবে ধীর গতিতে ব্যাটিং করে এত রান করেছেন, তাও নয়,বরং মারকাটারি ব্যাটিংটাই করেছেন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৬১.৩৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করে চলেছেন তিনি। ৫ ইনিংসের সবকটিতেই অর্ধশতকের দেখা পেয়েছেন। যার মধ্যে একটিতে শতকেও রূপান্তর করেছেন।
আইএলটির চলমান আসরে রান সংগ্রহের দিক থেকে সবার চেয়ে যোজন যোজক এগিয়ে হেলস। সমান সংখ্যক ম্যাচ খেলা জেমস ভিন্স সংগ্রহ করেছেন, মোট ২২৯ রান। এছাড়া তিন নম্বরে থাকা রোবমান পাওয়েলের ব্যাট থেকে এসেছে, মোট ২২৭ রান। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানও খেলেছেন ৫টি ম্যাচ। সেক্ষেত্রে হেলস যে গতিতে এগোচ্ছেন, টুর্নামেন্টের শেষেও শীর্ষ থাকার সম্ভাবনা তার।
এদিকে ব্যাট হাতে দূরন্ত ছন্দে থাকার পরেও ইংলিশ দলে সুযোগ মিলছে না হেলসের। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। এবছর আবার ওয়ানডে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর আছে ইংল্যান্ডের সামনে। সেই আসরে হেলসের সুযোগ মিলবে কি না, তাও দেখার বিষয়। এই ফরম্যাটে সর্বশেষ ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের খেলেছেন তিনি। তবে যেভাবে তিনি ছন্দে রয়েছেন তাতে নির্বাচকদের দলে ঢোকার জন্য বার্তা দিয়েই রেখেছেন এই ইংলিশ ক্রিকেটার।