
সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্টারন্যাশনাল টি–টোয়েন্টি লিগ (আইএলটি)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি–টোয়েন্টি টুর্নামেন্টে বসেছে তারকার মেলা। বিশ্বজুড়ে টি–টোয়েন্টি লিগ মানেই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আধিপত্য, এবারের আইএলটিতেও তার ব্যতিক্রম নয়। যেখানে রীতিমতো বোলারদের মনে আতঙ্কের নাম বিধ্বংসী কাইরন পোলার্ড। অনেক দিন পর নিজের বিস্ফোরক রুপ দেখিয়ে পোলার্ড যেন বার্তা দিলেন এখনো ফুরিয়ে যাননি তিনি।
আইএলটিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন পোলার্ড। সেখানে বরাবরি চেনা রূপে ব্যাটিং করে চলেছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। যদিও প্রথম তিন ম্যাচে ছোট ছোট ক্যামিও ইনিংস খেলেছেন তিনি। কিন্তু পরের তিন ম্যাচে যা করলেন, তা তো একেবারে পোলার্ড সুলভ। টানা তিন ম্যাচেই হাঁকিয়েছেন অর্ধশতক। যার প্রতিটিতেই ছিল চার – ছক্কার ফুলঝুরি, মারকুটে প্রদর্শনী।
নিজের চতুর্থ ম্যাচে মাত্র ১৯ বল থেকে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছেন পোলার্ড। পঞ্চম ম্যাচে করেছেন ৬৭ রান। ৩৯ বলের সেই ইনিংসেও ছিলেন অপরাজিত। ষষ্ঠ ম্যাচে এসেও ধারাবাহিকতা বজায় রেখেছেন ক্যারিবিয়ান তারকা। যেখানে ৩৮ বল থেকে ৮৬ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন তিনি। এ নিয়ে টুর্নামেন্টে রান সংগ্রাহকদের তালিকাতেও এখন পর্যন্ত তিন নম্বরে আছেন পোলার্ড।
আইএলটিতে এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক অ্যালেক্স হেলস। এই দৌঁড়ে ইংলিশ ওপেনারের ধারাকাছেও নেই আর কেউ। অবশ্য পোলার্ড যে গতিতে এগোচ্ছেন, তাতে টুর্নামেন্ট শেষে হয়তো ওলটপালট হতে পারে এই তালিকায়। পোলার্ড যে দলটির হয়ে খেলছেন, সেই দলটির মালিকানায় আছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও আইপিএল থেকে অবসরে তিনি।
এদিকে আইএলটি শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যোগ দেওয়ার সম্ভাবনা আছে পোলার্ডের। গুঞ্জন আছে, বিপিএলের শেষাংশে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছেন এই ক্যারিবিয়ান তারকা। এবারের বিপিএলে যেখানে তারকা সংকট, সেখানে শেষদিকে পাওয়া যাবে না পাকিস্তানি ক্রিকেটারদেরও। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে নিজ দেশে ফিরে যাবেন তারা। পোলার্ড তাই বিপিএল খেলতে বাংলাদেশ এলে বিপিএল অনেকটাই রং ছড়াবে।