
নিজের অভিষেক টেস্টেই নজর কাড়েন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ। পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে দলকে সিরিজ জিততে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ম্যাককালামও চান আইপিএলেও আলো ছড়াক এই স্পিনার।
পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে পাক ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন রেহান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে অভিষেক টেস্টেই গড়ে ফেলেন বিশ্বরেকর্ড। যার ফলে পাকিস্তানের মাটিতে ইংলিশদের সিরিজ জিততে দারুন ভূমিকা রাখেন তিনি। আর রেহানের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ইংল্যান্ডের টেস্ট কোচ ম্যাককালাম। আইপিএলের আসন্ন মৌসুমে রেহান দল পেলে তাই তিনি খুশিই হবেন। ম্যাককালাম চান সুযোগ পেলে রেহান যেন তা কাজে লাগায়।
বিবিসির ‘ টেস্ট ম্যাচ স্পেশাল ‘ অনুষ্ঠানে রেহানকে নিয়ে ম্যাককালাম বলেন, ” রেহান যদি আইপিএলে খেলার সুযোগ পায় তাহলে বিষয়টি সত্যিই দুর্দান্ত হবে। বিভিন্ন কোচ, অধিনায়কদের অধীনে গিয়ে খেলা ওর ক্যারিয়ারের জন্য দারুন ভূমিকা রাখবে। বিভিন্ন ক্রিকেটারদের সাথে কাঁধ মিলিয়ে খেলে দারুণ সব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলে তার ক্যারিয়ার সমৃদ্ধ হবে। ১৮ বছরের একজন বাচ্চা ক্রিকেটবিশ্বের আর কোথায় এমন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলুন? আইপিএলে সুযোগে পেলে সেই সুযোগটা ওর দারুনভাবে কাজে লাগানো উচিৎ।
ম্যাককালাম আরও বলেন, ” রেহানের ভবিষ্যৎ উজ্জ্বল। ইংলিশ ক্রিকেটের নজরে সে লম্বা সময় ধরেই ছিল। বেন স্টোকস এবং আরও কয়েকজনের সাহসী সিদ্ধান্তের কারণে হয়তো সে সুযোগ পেয়েছে। এসব কাজ করার জন্য আমরা মেধাবী ক্রিকেটারদেরকে খুঁজে বের করতে পারব এবং তারা বড় মঞ্চে কতটা ভালো করতে পারে তাও বুঝতে পারব। “
রেহানের বিষয়ে যত্ন নিতে হবে বলেও জানান ম্যাককালাম। তিনি বলেন, ” রেহান দারুন প্রতিভাবান। সে অনেক দিন দলকে সার্ভিস দিতে পারে, তাই আমাদেরকে তার যত্ন নিতে হবে। টিম কম্বিনেশনের কারনে সে হয়ত সব স্কোয়াডেই জায়গা পাবে না। তবে এতে তার হতাশ হলে চলবেনা। তার প্রতি পরামর্শ বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলুক সে।
রেহানকে আরও অভিজ্ঞ করার বিষয়ে ম্যাককালাম বলেন, ” সে বয়সে তরুন। ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা তার আছে। রেহানের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আমাদের শুধু তাকে ভালোভাবে গাইড করতে হবে। আমাদেরকে শুধু তাকে আরও বেশি অভিজ্ঞ করে তুলতে হবে। তা কেবল টেস্ট ক্রিকেটেই নয়, লিগগুলোর ক্ষেত্রেও। আমি তার জন্য দারুণ খুশি। সে ইংল্যান্ডের ক্রিকেটে অনেক কিছুই দিতে পারে।
এর আগে ২০২১ সালে রয়্যাল লন্ডন কাপে প্রথমবারের মত স্বীকৃত ক্রিকেট খেলেন রেহান। সবশেষ অনূর্ধ্ব – ১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে রানার্সআপ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রেহান।