Skip to main content

অবশেষে বাজল রাহুল – আথিয়ার বিয়ের সানাই

Finally Rahul Athiya ties the knot

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হলো রাহুল – আথিয়া জুটির। দীর্ঘদিনের প্রণয় পূর্ণতা পেল  সোমবার। আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয়  ক্রিকেটার এবং বলিউড অভিনেত্রী । আথিয়ার বাবা বলিউড অভিনেতা  সুনীল শেঠির খান্ডালার বাড়িতে পরিবার এবং কাছের মানুষের উপস্থিতিতে শুভ কাজ সম্পন্ন করলেন রাহুল এবং আথিয়া। দক্ষিনিমতেই বিয়ে সম্পন্ন হলো তাদের। 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আথিয়া শেঠি এখন থেকে  মিসেস রাহুল। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন দুজনে। সেখানে আথিয়ার পরণে দেখা যায় সাদা সুতো আর মুক্তোর কাজ করা হালকা গোলাপি রঙের ল্যাহেঙ্গা। সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া সেট এবং কপালে ছোট টিপ। রাহুলের পরণে দেখা যায় সাদা শেরওয়ানি এবং গলায় স্টোনের পাঁচ নড়ি হার। দু’জনের গলায় বেলি ফুলের মালা। ছবিতে ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরে থাকরে দেখা যায় রাহুলকে। কখনও আবার সদ্য বিবাহিত বউয়ের হাতে আলতো করে চুমু খেতেও দেখা যায় এই ক্রিকেট তারকাকে। 

দীর্ঘদিনের সম্পর্ক পূর্ণতা পাওয়ার পর এক আবেগঘন পোস্ট করেন আথিয়া শেঠি। রাহুলের উদ্দেশ্যে তিনি লেখেন, ” তোমার আলোয় আমি ভালোবাসতে লিখেছি। আজ আমাদের ভালোবাসার মানুষদের মাঝে, বাড়িতে খুবই আনন্দ ও শান্তির মাঝে আমরা বিয়ে করলাম। আমাদের এই নতুন জার্নিতে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়। ” 

মেয়ের বিয়ের পর পরই মিষ্টি বিতরন করতে দেখা যায় সদ্য শ্বশুর হওয়া আথিয়ার বাবা সুনীল শেঠিকে। তবে তার দাবি তিনি শ্বশুর হননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল জানান, ” শ্বশুরের ভূমিকাটা আমার কাছে নতুন হবে না। কারণ, জামাই নয়, আরও একটা ছেলে পেয়েছি আমি। ” বিয়ের জন্য বিসিসিআই থেকে আগেই ছুটি নিয়েছিলেন ভারতীয়  ক্রিকেট তারকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। সামনে আইপিএল। আর আইপিএলের পরেই বিয়ের গ্র‍্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে বলে জানান সুনীল শেঠি।

সিরিজ থাকার কারণে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ভারতীয় ক্রিকেটাদের মধ্যে অনেকে। বিরট কোহলি, রোহিত শর্মারা দলের সঙ্গে থাকার কারণে সতীর্থ রাহুলের বিয়ের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না। তবে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি বিরাট কোহলি থেকে শুরু করে যুবরাজ সিং, সূর্য কুমার যাদবরা। উল্লেখ্য, বলিউড পাড়ার সঙ্গে ক্রিকেট পাড়ার এই মধুর সম্পর্ক নতুন নয়। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিও এর আগে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ১৬ তম সংস্করণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: Jio Cinema) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সকে (জিটি) ৫ উইকেটে পরাজিত করে পঞ্চমবারের জন্য শিরোপা জিতে নিল মহেন্দ্র সিং ধোনির...

২০২৩ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে

Bangladesh ODI team. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images) ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হতে পাঁচ মাসও আর বাকী নেই। শিরোপা জয়ের জন্য ফেভারিট দলগুলির মধ্যে অন্যতম ভারত, অস্ট্রেলিয়া...

আইপিএল ২০২৩ ম্যাচ ৬২ঃ গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

ম্যাচ শেষে পয়েন্ট তালিকাShubman Gill. ( Photo Source: BCCI/IPL ) গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এবারের আইপিেলেও সেই দারা বজা রাখল তারা। শুভমন গিলের দুর্ধর্, সেঞ্চুরীটাই সেই রাস্তাটা পরিস্কার...

আইপিএল ২০২৩, ম্যাচ ৬১: সিএসকে বনাম কেকেআর ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

Nitish Rana and Rinku Singh. (Image Source: IPL/BCCI) আইপিএল 2023-এর 61তম ম্যাচে, কলকাতা নাইট রাইডার্স এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে পরাজিত করে প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য...